বাংলাহান্ট ডেস্কঃ আগামী ১৫ জানুয়ারি মকরসংক্রান্তি। প্রাচীন যুগে এই দিনটিতে পিতৃপুরুষ অথবা বাস্তুদেবতার উদ্দেশ্যে তিল কিংবা খেজুড় গুড় দিয়ে তৈরি তিলুয়া এবং নতুন ধান থেকে উৎপন্ন চাল থেকে তৈরি পিঠের অর্ঘ্য দেওয়ার প্রচলন ছিল। আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে এই সংক্রান্তির বিভিন্ন নামে বিভিন্ন ভাবে এই দিনটিকে পালন করা হয়। ভারতের বাইরেও অন্য দেশে এই দিন মহা সমারোহে পালিত হয় যেমন নেপালে মাঘে সংক্রান্তি , তাইল্যান্ডে সোংক্রান, কাম্বোডিয়ায় মোহা সোংক্রান, মায়ানমারে থিংইয়ান, লাওস-এ পি মা লো।
জেনে নিন হিন্দু ধর্ম অনুসারে এই দিন কি কি অবশ্যই করবেন
১) মকর সংক্রান্তির দিনে ঘরের ভেতর থেকে বাড়ির আশেপাশের সমস্ত জায়গায় পরিস্কার করবেন।
২) এই দিন নিয়ম মেনে অবশ্যই সূর্য পুজো করুন। ফসল তথা অন্যান্য ক্ষেত্রে সাফল্য পাবেন।
৩) এই দিন গরিবদের খাদ্য ও বস্ত্র দান করুন।
৪) এই দিন সকালে উঠে নদীতে স্নান করুন।
৫) আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের মিষ্টি বিতরণ করুন, সম্ভব হলে পথের পথিকদেরও মিষ্টি খাওয়ান।
৬) বিশ্বকর্মা পুজোর মত এই দিনেও ঘুড়ি ওড়ান। এই দিনে ঘুড়ি ওড়াতে গিয়ে সূর্য রশ্মির গায়ে পড়াকে শুভ বলে ধরে নেওয়া হয়।
এবছর ১৫ জানুয়ারি সকাল ৭:১৮ মিনিটে পূণ্যস্নানের সময় রয়েছে। ওই একই দিনে ১২:৪৭ মিনিটে রয়েছে আরও একটি পূণ্যস্নানের সময়। ১৫ জানুয়ারি সকাল ৭:১৮ মিনিট থেকে সকাল ৯:০৮ মিনিট পর্যন্ত সময় পূন্য স্নানের জন্য শ্রেষ্ঠ।