বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ভারতীয় ক্রিকেট তারকাদের মধ্যে রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) এবং ঈশান কিষান (Ishan Kishan)। কারণ, ইতিমধ্যেই BCCI (Board of Control for Cricket in India)-র সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে তাঁদের বাদ দেওয়ার পরেই বিষয়টি গুরুতর হয়ে দাঁড়ায়। উল্লেখ্য যে, এই দুই ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে খেলতে অনিচ্ছুক ছিলেন এবং সেই কারণেই তাঁদের নাম সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ পড়ে। এমতাবস্থায়, BCCI-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) আইয়ার এবং কিষান সম্পর্কে জয় শাহ এবং রজার বিনির উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা পাঠিয়েছেন।
জয় শাহ ও রজার বিনিকে পরামর্শ দিয়েছেন সৌরভ গাঙ্গুলী: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়াকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। যেখানে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, যে বর্তমানের তরুণ খেলোয়াড়দের আরও ভালো দিক নির্দেশ প্রয়োজন কিনা।
এর উত্তরে মহারাজ জানান, “আমি যদি ঈশান কিষানের কথা বলি সেক্ষেত্রে BCCI সচিব জয় শাহ, বর্তমান প্রেসিডেন্ট রজার বিনি এবং নির্বাচকদের সরাসরি তার সঙ্গে কথা বলা উচিত। ও আগে রঞ্জি ট্রফি খেলেছে। তারপরে সাদা বলের ক্রিকেটও খেলেছে। হঠাৎ করে ঈশান কি খারাপ ক্রিকেটার হয়ে গেল? এমনটা হয় না।”
BCCI-কে যথাযথ ব্যবস্থা নিতে হবে: পাশাপাশি, সৌরভ গাঙ্গুলিকে এটাও জিজ্ঞাসা করা হয়েছিল যে, শ্রেয়াস আইয়ার এবং ঈশান কিশান-এর BCCI থেকে কেন্দ্রীয় চুক্তি না পাওয়ার বিষয়ে তাঁর মতামত কি? তিনি বলেন, “আমার দৃষ্টিতে, সম্ভবত এই প্রথম কোনো খেলোয়াড় রেড-বল ডোমেস্টিক ক্রিকেট খেলেনি বা খেলতে অস্বীকার করেছে। যখন তারা সব দিক থেকে চাপমুক্ত ছিল, তখন সবাই রঞ্জি ট্রফিতে ম্যাচ খেলেছে। আশা করি BCCI এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে।”
আরও পড়ুন: আম্বানির টান বলে কথা! PSL ছেড়ে ভারতে উপস্থিত এই তারকা খেলোয়াড়, মুখ পুড়ল পাকিস্তানের
উল্লেখ্য যে, কিছু দিন আগে, BCCI সচিব জয় শাহ সমস্ত খেলোয়াড়দের কঠোর নির্দেশ দিয়েছেন যে যখন নির্বাচক, কোচ এবং অধিনায়কের দৃষ্টিতে খেলোয়াড়রা ঘরোয়া ক্রিকেট খেলার পক্ষে উপযুক্ত থাকবেন, তখন খেলোয়াড়দের সেটি খেলতেই হবে এবং এই বিষয়ে কোনো অজুহাত চলবে না। এদিকে, BCCI-এর কঠোর মনোভাব বিবেচনা করে শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষানের ক্ষেত্রে আগামী দিনে কি পদক্ষেপ গ্রহণ করা হবে সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলেই।