বাংলা হান্ট ডেস্ক: সময় যতই এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে ডার্বি উত্তাপ। কারণ রাত পোহালেই ফুটবল অনুরাগীরা সাক্ষী থাকবেন ডার্বির মহারণের। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১১ জানুয়ারি অর্থাৎ শনিবার গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) এবং ইস্টবেঙ্গল এফসি। এমতাবস্থায়, এই রুদ্ধশ্বাস ম্যা কে ঘিরেই দুই শিবিরেই ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ।
কি জানালেন মোহনবাগান (Mohun Bagan Super Giant) কোচ:
এদিকে, ডার্বি শুরুর আগেই ফলাফল ঘিরে রীতিমতো জল্পনা শুরু হয়েছে। অনেকেই বলছেন যে এইবারের ডার্বিতে নাকি মুখোমুখি হতে চলেছে দুই অসম শক্তি। আর এর কারণটা হল দিক পর্যায়ের পয়েন্ট টেবিল। জানিয়ে রাখি যে, বর্তমানে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান বজায় রেখেছে মোহনবাগান (Mohun Bagan Super Giant)। অপরদিকে আমরা যদি ইস্টবেঙ্গলের দিকে তাকাই সেক্ষেত্রে পয়েন্ট টেবিলে ১১ নম্বর স্থানে রয়েছে তারা।
অর্থাৎ, এই দিক থেকে সবুজ-মেরুন ব্রিগেড অনেকটাই এগিয়ে রয়েছে। আর এর প্রভাবই ডার্বির ম্যাচেও পরিলক্ষিত হবে বলে মনে করছেন অনেকেই। যদিও, এই বিষয়টিকে একেবারেই মানতে নারাজ মোহনবাগানের (Mohun Bagan Super Giant) কোচ হোসে মলিনা।
আরও পড়ুন: কবে ফিরবে স্বামীর ফর্ম? কোহলিকে সঙ্গে নিয়েই বিশেষজনের কাছে আর্তি জানালেন অনুষ্কা
এই বিষয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন যে, “সামগ্রিক বিষয়টা আদৌ সেইরকম নয়। এই ম্যাচ জেতার জন্য আমরা কঠোর পরিশ্রম করে চলেছি। তাই, ইস্টবেঙ্গলকে হারানোর লক্ষ্যে আমরা নিজেদের সেরা পারফরম্যান্সটা প্রদর্শন করতে চাই। আমরা এটা আশা করছি যে সেই লক্ষ্য সঠিকভাবে পূরণ করতে পারব। তবে আমি এটা নিশ্চিত করে দিচ্ছি যে ম্যাচটি আমাদের জন্য আদৌ সহজ হবে না।”
আরও পড়ুন: Banglahunt-এর সাথে Strategic Advertisement Partnership-এ প্রবেশ TreasureNFT-র! রইল সম্পূর্ণ বিবরণ
এদিকে, এই ডার্বি ম্যাচ কলকাতার পরিবর্তে গুয়াহাটিতে হওয়ায় তিনি যে সমর্থকদের মিস করবেন সেই বিষয়টিও জানিয়েছেন হোসে মলিনা। মোহনবাগান (Mohun Bagan Super Giant) কোচ বলেন যে, “আমরা অবশ্যই আমাদের সমর্থকদের মিস করব। তবে আশা করছি, কিছু সমর্থক আমাদের সমর্থন করতে হয়তো আসবেন। এই ম্যাচটা আমাদের সমর্থকদের জন্যও যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা জানি। তাই, তাঁদের জন্যও এই ম্যাচটা আমরা জিততে চাই।” প্রসঙ্গত উল্লেখ্য যে, গঙ্গাসাগর মেলার কারণে এবারের ডার্বি ম্যাচটি কলকাতায় সম্পন্ন হচ্ছে না। আর সেই কারণেই এটি হবে গুয়াহাটি স্টেডিয়ামে।