হোলি খেলতে গিয়ে টাকায় লেগেছে রং? আর করা যাবে না ব্যবহার? কি বলছে RBI-এর নিয়ম

বাংলা হান্ট ডেস্ক: হোলির (Holi) দিন মানেই রঙিন হয়ে ওঠে চারিদিক। রঙের এই উৎসবে মেতে ওঠেন সমগ্র দেশবাসী (India)। তবে, হোলিতে রং খেলার সময়ে কখনও কখনও পকেটে থাকা মোবাইল কিংবা টাকার কথা মনে থাকে না অনেকেরই। এমতাবস্থায়, পকেটে থাকা টাকাতেও লেগে যায় রং। আর তারপর সেইসব নোটগুলি বাজারে চালাতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটে যায়। কারণ, রং লেগে থাকা টাকা নিতে অনেকেই অস্বীকার করেন। এমতাবস্থায়, আপনিও যদি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, টাকাকে সবসময় সঠিকভাবে ব্যবহার করা প্রত্যেকের কর্তব্য। পাশাপাশি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম অনুসারে, নোটগুলি পরিষ্কার রাখার দায়িত্বও আপনার। কিন্তু, হোলিতে রং খেলার পর অনেক ক্ষেত্রেই দেখা যায় যে, সেই রং লেগে গিয়েছে নোটেও। যার ফলে সেগুলি চালাতে গিয়ে অসুবিধার সম্মুখীন হতে হয়। তবে জানিয়ে রাখি যে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুসারে, দোকানদাররা এই নোটগুলি নিতে অস্বীকার করতে পারেন না। নিয়ম অনুযায়ী, নোটগুলি রঙিন হলেও, যদি সেগুলির সিকিউরিটি ফিচার প্রভাবিত না হয় থাকে সেক্ষেত্রে ব্যাঙ্ক সেগুলি গ্রহণ করতে অস্বীকার করতে পারে না।

   

What to do if money gets coloured while playing Holi.

এমতাবস্থায়, যদি আপনার নোটে রং লেগে যায় সেক্ষেত্রে আপনি সেটি ভালোভাবে শুকিয়ে ফের ব্যবহার করতে পারেন। তবে, এটাও অবশ্যই মাথায় রাখতে হবে যে, ইচ্ছাকৃতভাবে নোটগুলি নষ্ট করা বা সেগুলিকে বিকৃত করা কখনোই উচিত নয়। এই জন্য, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ১৯৮৮ সালে “ক্লিন নোট পলিসি” লাগু করে। RBI- র আইনের ১৯৩৪-এর ধারা ২৭ অনুসারে, কোনো ব্যক্তি কোনো ভাবেই নোটগুলিকে নষ্ট করতে বা সেগুলিকে বিকৃত করতে পারবেন না। অর্থাৎ নোট পরিষ্কার রাখার দায়িত্ব জনগণেরই।

আরও পড়ুন: তরতরিয়ে “বিকশিত ভারত”-এর দিকে এগোচ্ছে দেশ! কর্মসংস্থানের ক্ষেত্রে তৈরি হল নয়া নজির

নোট রঙিন হয়ে গেলে কি করবেন: এবারে আসি আসল প্রসঙ্গে। যদি আপনার নোট রঙিন হয়ে যায় বা ছিঁড়ে যায় সেক্ষেত্রেও চিন্তা করার দরকার নেই। আপনি যে কোনো ব্যাঙ্কে গিয়ে এই নোটগুলি বদলাতে পারবেন। RBI-এর নিয়ম অনুযায়ী, দেশের সমস্ত ব্যাঙ্কে পুরনো, ছেঁড়া, মুড়ে থাকা, রঙিন নোট বদলানো যায়। এর জন্য ব্যাঙ্ক আপনার কাছ থেকে কোনো ফি নেবে না। পাশাপাশি, নোট আদান-প্রদানের জন্য সেই ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট থাকা আবশ্যকও নয়।

আরও পড়ুন: হোলির দিনে দুর্দান্ত উপহার! পেট্রোল-ডিজেলের দামে মিলল বড় স্বস্তি, জানুন সর্বশেষ রেট

নোট বদলানোর ক্ষেত্রে আপনি কত টাকা ফেরত পাবেন: এখন এটাও জেনে নিন কোনো ছেঁড়া নোট ব্যাঙ্কে বদল করলে আপনি কত টাকা ফেরত পাবেন। জানিয়ে রাখি যে, ব্যাঙ্কে নোট বদল করার পর সেই নোটের অবস্থা অনুযায়ী ব্যাঙ্ক আপনাকে টাকা ফেরত দেয়। উদাহরণস্বরুপ ২,০০০ টাকার নোটের আকার ৮৮ বর্গ সেমি হলে, আপনি পুরো টাকা পাবেন। কিন্তু যদি এটি ৪৪ বর্গ সেমি হয়, তবে আপনি অর্ধেক টাকা পাবেন। একইভাবে, আপনি যদি একটি ছেঁড়া ২০০ টাকার নোটে ৭৮ বর্গ সেমি জমা দেন সেক্ষেত্রে আপনি পুরো টাকা পাবেন। অপরদিকে, ৩৯ বর্গ সেন্টিমিটারের জন্য মিলবে ওই পরিমাণের অর্ধেক টাকা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর