লিপস্টিক-নেলপলিশ থেকে সিগনেচার ক্যাটআই চশমাতেও থাকত ছোঁয়া, নির্মলা মিশ্রের প্রিয় রঙ কী ছিল জানেন?

বাংলাহান্ট ডেস্ক : বাংলা সঙ্গীত জগতে নির্মলা মিশ্রের (Nirmala Mishra) অবদান অবিস্মরণীয়। সুদীর্ঘ সঙ্গীত কেরিয়ারে বহু গান গেয়েছেন তিনি। প্রজন্মের পর প্রজন্ম ধরে শ্রোতাদের মন জয় করে আসছে সেসব গান। পরিবারেই ছিল সঙ্গীতচর্চার পরিবেশ। বাংলা আধুনিক গানের প্রসঙ্গ উঠলে নির্মলা মিশ্রের (Nirmala Mishra) নাম আসবে প্রথম দিকেই।

সঙ্গীত জগতের প্রতি নির্মলা মিশ্রের (Nirmala Mishra) অবদান

‘সবুজ পাহাড় ডাকে’র থেকে ‘ও তোতা পাখি রে’, তাঁর গানে কখনো শ্রোতাদের মন আনন্দে নেচে উঠেছে, কখনো আবার চোখ ভরে উঠেছে জলে। প্রতিটি গানেই যেন নিজের প্রাণ ঢেলে দিতেন তিনি। তাই গানগুলি এত জীবন্ত। তবে সঙ্গীত কেরিয়ারের মতো নির্মলা মিশ্রের (Nirmala Mishra) ব্যক্তিগত জীবনও ছিল একই রকম রঙিন। নিজেকে রাঙিয়ে রাখতে ভালোবাসতেন তিনি।

What was nirmala mishra favorite color

কী ছিল গায়িকার প্রিয় রঙ: গায়িকার সিগনেচার স্টাইল ছিল তাঁর চশমা। সর্বদা ক্যাট আই স্টাইলে চশমা পরতেন তিনি। কিন্তু নির্মলা মিশ্রের (Nirmala Mishra) প্রিয় রঙ কী ছিল জানেন? জানা যায়, লাল রঙ খুব পছন্দ করতেন গায়িকা। তাই তাঁর লিপস্টিক থেকে নেলপলিশ, এমনকি চশমার ফ্রেমেও থাকত লাল রঙ। সম্প্রতি জি বাংলার সারেগামাপা শো তে জোজো জানান, তাঁর মায়ের সঙ্গে খুব বন্ধুত্ব ছিল নির্মলা মিশ্রের (Nirmala Mishra)। তাঁকে মাসি বলে ডাকতেন তিনি। সে সময় অত চশমার বাহারি ফ্রেম পাওয়া যেত না। তাই নেলপলিশ দিয়েই চশমার ফ্রেমে লাল রঙ করতেন তিনি।

আরো পড়ুন : তাঁর গান শুনেছিলেন স্বয়ং মহাত্মা গান্ধী! কোন ছবি দিয়ে সঙ্গীত কেরিয়ার শুরু হয় মান্না দে-র?

লুকিয়ে লুকিয়ে গান শিখতেন: ডাকনামও বেশ মজার ছিল নির্মলা মিশ্রের (Nirmala Mishra), ঝামেলা। জানা যায়, ছোটবেলায় টাইফয়েড রোগে আক্রান্ত হয়েছিলেন গায়িকা। সেরে উঠলেও পার্শ্বপ্রতিক্রিয়ার দরুন ওই বয়সেই দেখা দিয়েছিল হৃদরোগ। বারণ হয়ে গিয়েছিল গান গাওয়া। কিন্তু নির্মলা মিশ্র (Nirmala Mishra) শুরু করেন লুকিয়ে লুকিয়ে গান শেখা। তবে অনেক পরে আধুনিক গান শেখা শুরু করেন তিনি।

আরো পড়ুন : আর মাত্র ১০ বছর সময়, ‘জীবনকে বিশ্বাস নেই’, এ কী বললেন আমির!

জানা যায়, খুব ডাকাবুকো হওয়ায় ছোটবেলায় তাঁর ডাক নাম ছিল ঝামেলা। একবার দূরদর্শনের বিশেষ অনুষ্ঠানে জিভের তলায় বরবিট্রেটের বড়ি রেখে গানও গেয়েছিলেন। কিন্তু শেষ জীবনে নির্মলা মিশ্রের করুণ পরিণতি চোখে জল এনে দেয় অনুরাগীদের। দীর্ঘ ৬ বছর ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন তিনি। ২০২২ সালে প্রয়াত হন নির্মলা মিশ্র।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর