বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে টিম ইন্ডিয়া ইংল্যান্ড সফরে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে। যেখানে ইতিমধ্যেই ৪ টি টেস্ট ম্যাচ সম্পন্ন হয়েছে। এদিকে, টিম ইন্ডিয়ার কিছু খেলোয়াড়ের ব্যক্তিগত পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে এই ইংল্যান্ড সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। অধিনায়ক শুভমান গিল এই তালিকায় শীর্ষে রয়েছেন। তিনি ছাড়াও, কেএল রাহুল, ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজা ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স প্রদর্শন করেছেন। তবে, এই তারকা খেলোয়ারদের মধ্যেও আলাদাভাবে নজর কেড়েছেন তরুণ অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। যিনি ম্যানচেস্টার টেস্টে স্মরণীয় সেঞ্চুরি করে ম্যাচ ড্র করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এমতাবস্থায়, ওয়াশিংটনের বাবা একটি বিষয়ে বিরক্তি প্রকাশ করেছেন এবং টিম ইন্ডিয়ার কাছে একটি দাবিও জানিয়েছেন।
ওয়াশিংটন সুন্দরের (Washington Sundar) বাবা কী জানিয়েছেন:
জানিয়ে রাখি যে, ম্যানচেস্টার টেস্টের শেষ দিনে টিম ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংসে ২৫ বছর বয়সী স্পিন-অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন। রবীন্দ্র জাদেজার সঙ্গে ২০৩ রানের অপরাজিত জুটি গড়ে টিম ইন্ডিয়াকে পরাজয়ের হাত থেকে বাঁচিয়েছিলেন সুন্দর। তিনি ম্যাচের শেষ শটটি মারেন। যার ওপর ভর করে তিনি তাঁর প্রথম টেস্ট সেঞ্চুরি করেন। এই সেঞ্চুরির ভিত্তিতে, টিম ইন্ডিয়ায় সুন্দরের স্থান নিশ্চিত বলে মনে হচ্ছে।

“আমার ছেলে সুযোগ পায় না”: উল্লেখ্য যে, ভারতের এই বাঁহাতি ব্যাটার ২০২১ সালে গাবা টেস্টে টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক করেন এবং জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিলেন। কিন্তু তারপর থেকে, বিভিন্ন কারণে, ওয়াশিংটন (Washington Sundar) দলে নিয়মিত জায়গা পাননি। আর এই বিষয়টির পরিপ্রেক্ষিতে সরব হয়েছেন তাঁর বাবা এম সুন্দর। ওয়াশিংটনের সেঞ্চুরির পর এক সাক্ষাৎকারে এম সুন্দর বলেন, “ওয়াশিংটন ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স প্রদর্শন করেছে। কিন্তু, সবাই তাকে ভুলে যায়। অন্যান্য খেলোয়াড়রা ধারাবাহিকভাবে সুযোগ পায়। কিন্তু আমার ছেলে তা পায় না।”
আরও পড়ুন: “আপনার পাকিস্তানের সঙ্গে কথা হয়?”, লোকসভায় অখিলেশকে প্রশ্ন অমিত শাহের, বিরোধীদের দিলেন জবাব
টিম ইন্ডিয়ার কাছে ওয়াশিংটন সুন্দরের বাবার দাবি: এমতাবস্থায়, এম সুন্দর টিম ইন্ডিয়ার কাছেও একটি দাবি জানান। তাঁর মতে, ওয়াশিংটনের (Washington Sundar) ধারাবাহিকভাবে ৫ নম্বরে ব্যাট করার সুযোগ পাওয়া উচিত। দ্বিতীয় ইনিংসে, তাঁকে ৫ নম্বরে নামানো হয় তিনি একটি সেঞ্চুরি করেন। সুন্দর বলেন, “দ্বিতীয় ইনিংসের মতো ওয়াশিংটনকে ধারাবাহিকভাবে পাঁচ নম্বরে ব্যাট করতে পাঠানো উচিত এবং ধারাবাহিকভাবে ৫ থেকে ১০ টি সুযোগ দেওয়া উচিত।”
আরও পড়ুন: ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ ড্র হলে কে পাবে ট্রফি? রয়েছে অবাক করা নিয়ম
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, প্রথম টেস্ট ম্যাচে ওয়াশিংটন (Washington Sundar) সুযোগ পাননি। এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে এম সুন্দর নির্বাচকদের তাঁর ছেলের পারফরম্যান্সের দিকে নজর রাখার পরামর্শ দেন। দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে সুন্দর দলে সুযোগ পান এবং তারপর থেকে তিনি ব্যাট এবং বলে মুগ্ধ করে চলেছেন। চতুর্থ টেস্টের মধ্যে, সুন্দর ৬ ইনিংসে ২০৫ রান করেন এবং ৫ ইনিংসে ৭ টি উইকেট নেন।













