বাংলাহান্ট ডেস্ক: দর্শকদের মন জেতার লড়াইয়ে এখন কোনো সিরিয়ালই (Serial) নিরাপদ নয়। টিআরপি (TRP) তালিকায় সেরা পাঁচের মধ্যে থাকা সিরিয়ালও হুট করে বন্ধ হয়ে যেতে পারে। সপ্তাহ কয়েক আগে পর্যন্তও যে মেগা বাংলা সেরার তকমা জিতে নিয়েছে, সেই সিরিয়ালের গল্পেই দুম করে দাঁড়ি পড়ে যেতে পারে। টেলিপাড়ায় এখন সবই সম্ভব। ‘ধুলোকণা’ (Dhulokona) বন্ধ হওয়ার খবরে এখন এমনটাই বলছেন দর্শকরা।
স্টার জলসার সবথেকে জনপ্রিয় সিরিয়ালগুলির মধ্যে অন্যতম ছিল ধুলোকণা। কয়েক সপ্তাহ আগেও সর্বোচ্চ টিআরপি নিয়ে বাংলা সেরা হয়েছিল সিরিয়ালটি। লালনের দ্বিতীয় বিয়ে আর তারপর পরকীয়া নিয়ে নিন্দার ঝড় উঠলেও এখনো পর্যন্ত ভালোই টিআরপি তুলছে ধুলোকণা। তবুও নতুন সিরিয়ালের চাপে লালফুলের বিদায় নেওয়ার খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়েছে দর্শক মহলে।
উল্লেখ্য, অন্যদের তুলনায় ধুলোকণা তুলনামূলক পুরনো সিরিয়াল হলেও টিআরপির দিক থেকে অনেকটাই ভাল জায়গায় রয়েছে। তা সত্ত্বেও এই মেগার ঘাড়ে কোপ পড়ায় বিচলিত লালফুল ভক্তরা। উত্তেজনা আরো বাড়িয়েছে অন্তিম পর্বে ফুলঝুরির পরিণতি কী হবে তাই নিয়ে।
চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ের এমনিতেই সিরিয়ালে নায়ক নায়িকাদের চরিত্রের মৃত্যু দেখানো নিয়ে বিশেষ পরিচিতি রয়েছে। খড়কুটোয় গুনগুনের মৃত্যু এখনো ভুলতে পারেনি দর্শকরা। এদিকে ধুলোকণাতেও দেখানো হচ্ছে, ফুলঝুরির পেটে একটি বড়সড় টিউমার ধরা পড়েছে। তার জেরে কি শেষমেষ ফুলঝুরিরও মৃত্যু হবে? প্রশ্ন উঠছে দর্শক মহলে।
ধুলোকণা নিয়ে কার্যত নানা মতে বিভক্ত হয়ে গিয়েছে দর্শকরা। কেউ চাইছেন লালন ফুলঝুরির পুনর্মিলন দেখতে, কেউ আবার চান অঙ্কুরের কাছে ফিরে যাক ফুলঝুরি। আবার এমনটাও জল্পনা শোনা যাচ্ছে, ফুলঝুরির মৃত্যুর পরেই লালনের চৈতন্য হবে। শেষমেষ কী হবে না হবে তা অবশ্য জানেন খোদ চিত্রনাট্যকারই। আগামী ১১ ডিসেম্বর ধুলোকণার শেষ পর্ব সম্প্রচারিত হবে।