প্রথম এসি লোকাল পেল বাংলা, সোম থেকেই শুরু পরিষেবা, সুযোগ সুবিধা থেকে ভাড়া জেনে নিন বিস্তারিত

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যবাসীর জন্য বিরাট সুখবর। প্রথম এসি লোকাল ট্রেন (AC Local Train) চালু হতে চলেছে বাংলায়। পূর্ব রেলওয়ের শিয়ালদহ ডিভিশনের ট্রেনটি পরিষেবা দেবে শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত। শহরতলির প্রিমিয়াম পরিবহন মাধ্যম হিসেবে আনা হয়েছে ট্রেনটিকে। দ্রুতগতির ট্রেনটি (AC Local Train) খুব কম সময়েই যাত্রীদের পৌঁছে দেবে গন্তব্যে। ১০ ই অগাস্ট, রবিবারই উদ্বোধন হচ্ছে ট্রেনটির।

উদ্বোধন হল বাংলার প্রথম এসি লোকাল ট্রেনের (AC Local Train)

শিয়ালদহ-রানাঘাট এসি লোকালে (AC Local Train) মোট ১২ টি বগি থাকছে। প্রতিটিই শীতাতপনিয়ন্ত্রিত। সম্পূর্ণ স্টেনলেস স্টিল দিয়ে তৈরি ট্রেনটিতে ১,১২৬ জন যাত্রীর বসার ব্যবস্থা থাকছে। ঘন্টায় সর্বোচ্চ ১১০ কিমি গতি তুলতে পারবে ট্রেনটি (AC Local Train)। গন্তব্যে পৌঁছাতে সময় লাগবে প্রায় ১ ঘন্টা ৪০ মিনিট। কী কী বৈশিষ্ট্য থাকছে লোকাল ট্রেনটিতে?

What will be the benefits of bengals first sc local train

কী কী সুবিধা থাকছে: কামরার দুদিকেই থাকছে স্বয়ংক্রিয় স্লাইডিং দরজা। এছাড়াও মেট্রোর মতো এক কামরা থেকে আরেক কামরায় যাওয়ার জন্য ভেস্টিবিউল সংযোগের ব্যবস্থা থাকছে। সবকটি কোচেই ডবল সিলড কাঁচের জানলা থাকবে, যা দিয়ে যাত্রীরা সহজেই বাইরের দৃশ্য দেখতে পারবেন। থাকছে সিসিটিভি, জিপিএস এর দ্বারা নিয়ন্ত্রিত আধুনিক প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেমও। চালক বা গার্ডের সঙ্গে যোগাযোগের জন্য যাত্রীদের একটি টকব্যাক সুইচ দেওয়া হয়েছে, যা জরুরি অবস্থার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন : “দিদির নির্দেশ মানেই কল্যাণদার নির্দেশ”, দলে ‘কোণঠাসা’ সাংসদের পাশে দাঁড়িয়ে সওয়াল রচনার

কবে কখন যাতায়াত করবে: শিয়ালদহ এবং রানাঘাটের মাঝে সকাল এবং সন্ধ্যার সময়ে চলাচল করবে। রানাঘাট থেকে ট্রেনটি (AC Local Train) ছাড়বে সকাল ৮ টা ২৯ এ। আর শিয়ালদহে পৌঁছাবে সকাল ১০ টা ১০ এ। আবার শিয়ালদহ থেকে সন্ধ্যা ৬ টা ৫০ এ ট্রেন ছাড়লে রানাঘাট পৌঁছাবে রাত ৮ টা ৩২ মিনিটে। অর্থাৎ ব্যস্ত সময়ে অফিসযাত্রী, পড়ুয়াদের জন্য খুবই সুবিধাজনক হতে চলেছে এই লোকাল ট্রেন (AC Local Train)।

আরও পড়ুন : জি বাংলায় বড় পরিবর্তন, প্রথম বার দুর্গা রূপে ইধিকা, হঠাৎ বাদ পড়লেন কেন শুভশ্রী?

প্রকাশ করা হয়েছে লোকালের ভাড়াও। শিয়ালদহ থেকে দমদম স্টেশন পর্যন্ত ভাড়া হবে ৩৫ টাকা এবং রানাঘাট পর্যন্ত ভাড়া হবে ১২০ টাকা। রয়েছে মাসিক ভাড়ার ব্যবস্থাও। রেল সূত্রে খবর, চাকদহ, কল্যাণী, কাঁচড়াপাড়া, নৈহাটি, ব্যারাকপুর, খড়দহ, সোদপুর, দমদম এবং বিধাননগরে দাঁড়াবে ট্রেনটি (AC Local Train)। সোমবার থেকেই যাত্রী পরিষেবা চালু হয়ে যাচ্ছে ট্রেনের।