কেমন থাকবে আগামী কালের আবহাওয়া, কি জানাচ্ছে হাওয়া অফিস ?

বাংলাহান্ট ডেস্কঃ পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতে ফের একবার বৃষ্টির সম্ভাবনা বাংলায়। আগামী বুধ ও বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন অঞ্চলে বইতে পারে ঝোড়ো বাতাস। মঙ্গলবার থেকে বৃষ্টি পরিমাণ বাড়তে পারে বলেও জানানো হয়েছে। এ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সোমবার থেকেই বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি চলতে পারে বলে জানানো হয়েছে।

পাশাপাশি অরুণাচল প্রদেশে প্রায় বেশ তুষার / বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আসাম ও মেঘালয় জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে।সিকিমের উপর বিচ্ছিন্ন তুষারপাত / বৃষ্টিপাত সম্ভব। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, পূর্ব মধ্য প্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কর্ণাটক ও কেরালায় বিচ্ছিন্ন বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।উত্তর প্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, রাজস্থান, পশ্চিম মধ্য প্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, অন্ধ্র প্রদেশ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জগুলিতে শুকনো আবহাওয়া সম্ভবনা রয়েছে।

weather 1

বাংলায় ২০২০ সালের মার্চ থেকে মে অবধি এই তিন মাসের তাপমাত্রা গড় স্বাভাবিক তাপমাত্রা থেকে ০.৫ থেকে ১ ডিগ্রী বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের বেশ কয়েকটি জেলায়ও গরম বাড়তে পারে। পুরুলিয়া (Purulia), বাঁকুড়া (Bankura), বীরভূম, পশ্চিম বর্ধমানের জেলাগুলিতে গরম পড়বে। আবার বেশকিছু জায়গায় যেমন হিমাচল প্রদেশ (Himachal Pradesh), উত্তরাখণ্ড, পশ্চিম রাজস্থান ও অরুণাচল প্রদেশে তাপমাত্রা স্বাভাবিকের ১ ডিগ্রির থেকেও বেশি বাড়বে।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে,শীতের মত এবার গরমের দাপটও থাকবে বেশী। উত্তর ও উত্তর পশ্চিম এবং মধ্য ভারতের পাশাপাশি ভারতের বিভিন্ন অংশে এবার ব্যাপক গরম পড়ার পূর্বাভাস রয়েছে।

সম্পর্কিত খবর