মহালয়ায় নতুন চমক! বাদল বর্ষা বিজুলি-তে উদ্দাম নাচ সৌরভের, দেবের গুগলিতে কুপোকাত দাদা

বাংলা হান্ট ডেস্ক : দিনকয়েক আগেই সৌরভের (Sourav Ganguly) দ্বিতীয় বিয়ের সম্ভাবনার কথা জানিয়ে হইচই ফেলে দিয়েছিল খুদে কৌনিশ। তারপর থেকেই এই পুঁচকের চর্চা বাঙলার ঘরে ঘরে। আর তাছাড়া ‘বাদল বর্ষা বিজুলি’ গানে তার নাচ তো গোটা বাংলায় ছড়িয়ে পড়েছে। আর এবার দাদাকেও সেই গানে নাচিয়ে ছাড়লো এই খুদে। এই মুহূর্তে ইনস্টাগ্রাম থেকে সর্বত্রই ভাইরাল এই গান।

উল্লেখ্য, গানটি গেয়েছেন আনন্দ কারকি এবং প্রসন্ন শাক্য। গানের লিরিক্স থেকে মিউজিক এতটাই আকর্ষণীয় যে, নিমেষের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেটি। স্কুলের কোনও অনুষ্ঠানে এই গানেই নেচে ভাইরাল হয় কৌনিশ দত্ত। আর এবার দাদাও সেই গানের তালে তালে কোমর দোলালেন। সম্প্রতি সেই ভিডিও-ও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আসলে ‘দাদাগিরি’র (Dadagiri) সিজন ১০ প্রথম থেকেই বেশ জমজমাট। কখনও ‘নিম ফুলের মধু’র টিম এসে দাদার বিউটি সিক্রেট খুঁজে বার করে তো কখনও দেবের ‘বাঘা যতীন’ টিম এসে দাদাকে ব়্যাম্প ওয়াক করায়‌। এরপরেই দ্বিতীয় সপ্তাহের প্রথম এপিসোডে খুদেদের নিয়ে আড্ডা বসল দাদার। সেখানে খুদে কৌনিশ দাদার হাত দেখে জানায়, তার খুব নামডাক হবে, যশ খ্যাতি হবে।

আরও পড়ুন : স্ক্রিপ্ট পেলেও ছবিতে না দেবের! জিৎ-র সাথে কাজে অনীহা? মুখ খুললেন অভিনেতা

এরপরেই দাদা প্রশ্ন করেন, ‘আরেকটা বিয়ে হবে?’ সম্মতি জানিয়ে খুদে প্রতিযোগী বলে, ‘হ্যাঁ, হতে পারে’। সেই প্রোমো ভাইরাল হতেই হাসির রোল ওঠে নেটপাড়ায়। আর এবার তো সোজা নাচিয়েই ছাড়লো দাদাকে। ওদিকে দেবের ‘বাঘা যতীন’র (Bagha Jatin) টিমকে সামলাতেও হিমশিম খেলেন দাদা। দেব (Dev) সোজা প্রশ্ন করে বসেন, ‘দাদা সুযোগ পেল, হয় দেশের প্রধানমন্ত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রী, তাহলে কী এমন চেঞ্জ আনবে?’

আরও পড়ুন : শ্যুটিং-র আগে খেতেন হবিষ্যি, মানতেন সমস্ত নিয়ম! মহিষাসুরমর্দিনী সংযুক্তায় আজও বুঁদ বাঙালি

ঘাটালের সাংসদের এমন বক্তব্য শুনেই সৌরভের চোখ ছানাবড়া। যদিও মহারাজ কী উত্তর দিয়েছেন সেটা এখনও জানা যায়নি। সাসপেন্স বজায় রেখে সেটা আপাতত পরের এপিসোডের জন্য তুলে রেখেছে জি বাংলা। এইদিন দেবের সাথে মঞ্চে উপস্থিত থাকবেন সৃজা দত্ত, ইমন চক্রবর্তী, রূপম ইসলামরা। এপিসোড যে জমজমাট হতে চলেছে তা প্রোমো থেকেই স্পষ্ট।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর