নিশ্চিন্তে থাকার দিন শেষ, ভূমিকম্পে কী প্রভাব পড়বে কলকাতায়? বড়সড় আশঙ্কার কথা শোনালেন ভূবিজ্ঞানীরা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : শুক্রবার সকালের কম্পনের পর থেকেই আতঙ্ক ঘিরে ধরেছে শহরবাসীকে। ওপার বাংলায় ভূমিকম্পের উৎসস্থল হলেও স্পষ্ট কম্পন অনুভূত হয়েছে কলকাতা সহ অন্যান্য সব জেলাতেও। তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, ভূমিকম্পের থেকে ঠিক কতটা সুরক্ষিত কলকাতা (Kolkata)? এখানেও কি কোনোরকম বড়সড় বিপর্যয়ের আশঙ্কা রয়েছে?

কলকাতায় (Kolkata) ভূমিকম্প নিয়ে সতর্ক করলেন ভূবিজ্ঞানীরা

একসময় ভূমিকম্পের মতো বিপর্যয় থেকে শহর কলকাতাকে তুলনামূলক সুরক্ষিত বলেই মনে করা হত। কিন্তু ইদানিং যেভাবে বিভিন্ন জায়গায় ভূমিকম্পের খবর আসছে তাতে চিন্তায় পড়েছেন অনেকেই। এমনকি এ বিষয়ে সতর্ক করছেন ভূবিজ্ঞানীরাও। প্রযুক্তি এবং সঠিক নিয়মাবলী মেনে নির্মাণ মজবুত করার ক্ষেত্রে জোর দিচ্ছেন তাঁরা।

What will happen if Kolkata faces earthquake

ঝুঁকির বাইরে নয় কলকাতা: বিশেষজ্ঞরা বলছেন, উত্তরবঙ্গে হিমালয় পর্বতাঞ্চল ভূমিকম্প প্রবণ। সেখানে কম্পন হলে তার প্রভাব পড়বে কলকাতাতেও। তিলোত্তমাকেও কিন্তু আর সিসমিক রিস্ক বা ভূমিকম্পের ঝুঁকির বাইরে রাখছেন না ভূবিজ্ঞানীরা। যদিও তাঁরা বলছেন, কলকাতায় (Kolkata) হয়তো ৭.৭ বা ৮ মাত্রার ভূমিকম্প হবে না। তবে উত্তরবঙ্গে ভূমিকম্প হলে তার প্রভাব পড়বে এ শহরে। ২০১৫ সালে আইআইটি খড়গপুরের একটি সার্ভেতে উঠে এসেছিল ২, ৩, ৪, ৫ সিসমিক জোন ম্যাপে কলকাতার স্থান ৩ এবং ৪ এর বর্ডার লাইনে। অর্থাৎ ভূমিকম্পের ঝুঁকি থেকেই যাচ্ছে।

আরও পড়ুন : হাওড়া ডিভিশনে ট্রাফিক ব্লক, রবিবার বাতিল ৫ জোড়া লোকাল ট্রেন

কী আশঙ্কার কথা জানাচ্ছেন ভূবিজ্ঞানীরা: বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কলকাতার ভূগর্ভস্থ প্লেটগুলির মধ্যে ক্রমাগত নড়াচড়া হয়েই চলেছে। এতে কোনও গণ্ডগোল হলেই কেঁপে উঠছে শহর। ইন্ডিয়ান প্লেটের উপরে অবস্থান করছে কলকাতা। ভূবিজ্ঞানীরা জানান, প্রতি বছর ৫ সেন্টিমিটার করে এই প্লেট সরে যাচ্ছে উত্তর পূর্বের টিবেটান প্লেটের দিকে। ফলত দুই প্লেটের মধ্যে ধাক্কাও লাগছে অল্প। এর মধ্যে ভূগর্ভস্থ জলস্তর থেকেও দেদারে জল উত্তোলন চলছে। ফলত ভূমিধ্বসের বড়সড় আশঙ্কা রয়েছে। উপরন্তু মাটির নিজস্ব কম্পন (Earthquake) তো রয়েছেই। তাই নির্মাণ যদি মজবুত না হয়, তবে বড়সড় ভূমিকম্পে বহুতলের ভিত নড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে বলে মত বিশেষজ্ঞদের।

আরও পড়ুন : অজান্তেই প্যান কার্ডে এই ভুল করে বসেননি তো? হতে পারে ১০০০০ টাকা পর্যন্ত জরিমানা!

ভূবিজ্ঞানীরা জানান, কলকাতার ভূগর্ভে একটি বড়সড় ফাটল আছে, যা গিয়েছে মায়ানমার পর্যন্ত। এর মধ্যে কমলটম পর্যন্ত গিয়েছে ওই ফাটল। এর মধ্যে কম্পন হলে তার প্রভাব পড়বে বড়সড়। আগেও ভূমিকম্প হয়েছে কলকাতায়। তবে তেমন টের পাওয়া যায়নি। এখন যেহেতু কলকাতায় এখন বহুতলের সংখ্যা বাড়ছে, তাই ক্ষয়ক্ষতি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।