বাংলাহান্ট ডেস্ক : ধর্মেন্দ্রর (Dharmendra) প্রয়াণের পর থেকেই তাঁর দুই স্ত্রী এবং তাঁদের পরিবার নিয়ে চলছে চর্চা। অভিনেতার প্রথম স্ত্রী প্রকাশ কউর এবং হেমা মালিনীর মধ্যে কেমন সম্পর্ক তা নিয়ে মানুষের কৌতূহল কম নেই। তবে হেমা জানিয়েছেন, ধর্মেন্দ্রর দুই পক্ষের সন্তানদের মধ্যেই বরাবর সদ্ভাব থেকেছে।
খামারবাড়িতেই বেশি সময় কাটাতেন ধর্মেন্দ্র (Dharmendra)
শেষ জীবনে অনেকটা সময়ই লোনাভলায় নিজের খামার বাড়িতে কাটিয়েছেন ধর্মেন্দ্র। সেখানে নিজের প্রথম স্ত্রী প্রকাশ ও নাতি নাতনিদের নিয়ে সময় কাটাতেন তিনি। মুম্বইয়ের নিজের বাসভবনের থেকেও খামারবাড়িতেই বেশি সময় কাটাতে পছন্দ করতেন ধর্মেন্দ্র। তাঁর সেই খামারবাড়ির এবার কী পরিণতি হবে?

কী বললেন হেমা: ইতিমধ্যেই ধর্মেন্দ্রর (Dharmendra) জন্য আলাদা আলাদা স্মরণসভা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দুই পরিবারের অন্তর্দ্বন্দ্ব কী প্রকাশ হয়ে পড়ছে? এবার এ বিষয়ে মুখ খুললেন হেমা। ধর্মেন্দ্রর প্রিয় খামারবাড়ির ভবিষ্যতে কী হবে তা নিয়ে মুখ খুলেছেন তিনি।
আরও পড়ুন :বিরোধীদের পালটা দিতে গ্রামে বাড়ি বাড়ি ঘুরবে বিজেপি, ‘মনরেগা’ ইস্যুতে বড় পদক্ষেপ কেন্দ্রের
কী হবে খামারবাড়ির: হেমা বলেন, খামারবাড়িটা ধরমজির পছন্দের জায়গা ছিল। সানির পরিকল্পনা সেটাকে সংগ্রহশালাতে পরিণত করার। তাঁর বিশ্বাস সানি তা করবেন। ধর্মেন্দ্রর মৃত্যুর পর থেকে কীভাবে তাঁর দিন কাটছে তাও জানান হেমা।
আরও পড়ুন : ছাব্বিশের পুজোয় বক্স অফিস কাঁপাবে ‘দেশু’ জুটি, শুভশ্রীর সঙ্গে ছবি নিয়ে মুখ খুললেন দেব
অভিনেত্রী বলেন, ধর্মেন্দ্রর সঙ্গে তাঁর পুরনো ছবি, ভিডিও দেখে সময় কাটাচ্ছেন তিনি। ধর্মেন্দ্রর সঙ্গে কাটানো সময়, একসঙ্গে রান্না করা, খাওয়াদাওয়া করার সময়গুলি খুব মনে পড়ে। চোখ ছলছল করে ওঠে পুরনো ভিডিওগুলি দেখলে। তবে নিজেকে শক্ত মনের মানুষ বলেই জানান হেমা মালিনী।












