গুরুত্বপূর্ণ হতে চলেছে টস! ভারত বনাম পাকিস্তান ম্যাচে কেমন থাকবে দুবাইয়ের পিচ?

Published on:

Published on:

What will the Dubai pitch be like for the India vs Pakistan match?

বাংলা হান্ট ডেস্ক: এশিয়া কাপ ২০২৫-এর সবথেকে “হাইভোল্টেজ” ম্যাচটি আজ অর্থাৎ ১৪ সেপ্টেম্বর (রবিবার) ভারত (India) এবং পাকিস্তানের মধ্যে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সম্পন্ন হবে। উভয় দলই এই মাঠে তাদের ১ টি করে ম্যাচ খেলেছে। এমন পরিস্থিতিতে, ভারত এবং পাকিস্তান দল ওই মাঠের কন্ডিশন সম্পর্কে ভালোভাবেই অবগত থাকবে। এদিকে, ভারত (India) এবং পাকিস্তান এশিয়া কাপের প্রথম ম্যাচে জয় পেয়েছে। ভারত সংযুক্ত আরব আমিরশাহীকে হারিয়েছে এবং পাকিস্তান ওমানকে হারিয়েছে। তবে, ভালো নেট রান রেটের কারণে, ভারতীয় দল এশিয়া কাপ ২০২৫ গ্রুপ-এ-তে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। এদিকে, আজকের ম্যাচটি যে দল জিতবে তারা সুপার-৪-এর টিকিটও পেতে পারে। এমতাবস্থায়, চলুন জেনে নিই ভারত বনাম পাকিস্তান ম্যাচের পিচ রিপোর্ট সম্পর্কে।

মুখোমুখি হচ্ছে ভারত (India)-পাকিস্তান:

ভারত বনাম পাকিস্তান ম্যাচের পিচ রিপোর্ট: প্রথমেই জানিয়ে রাখি যে,দুবাই হাই-স্কোরিং মাঠ নয়। গত ২ বছরে সেখানে ৩৬ টি T20 ম্যাচ সম্পন্ন হয়েছে। যার প্রথম ইনিংসে গড় রান রেট ৭.৭। ওই ম্যাচগুলিতে স্পিনারদের তুলনায় ফাস্ট বোলাররা বেশি উইকেট পেয়েছেন। মূলত, ৪৪১ উইকেটের মধ্যে ২৭৭টি উইকেট ফাস্ট বোলাররা নিয়েছেন। যদিও স্পিনাররা ফাস্ট বোলারদের তুলনায় বেশি লাভজনক ছিলেন। ফাস্ট বোলাররা ৮.৩৬ ইকোনমিতে রান দিয়েছেন। যেখানে স্পিনারদের ইকোনমি ছিল ৭.০৩। টসে জেতা দল সেখানে ৫৭.৮৯ শতাংশ ম্যাচ জিতেছে।

What will the Dubai pitch be like for the India vs Pakistan match?

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম T20-র রেকর্ড এবং পরিসংখ্যান:
ম্যাচ – ৯৫
প্রথমে ব্যাট করে ম্যাচ জয়ী – ৪৭ (৪৯.৪৭ শতাংশ)
রান তাড়া করে ম্যাচ জয়ী – ৪৮ (৫০.৫৩ শতাংশ)
টসে জিতে ম্যাচ জয়ী – ৫৫ (৫৭.৮৯ শতাংশ)
টসে হেরে ম্যাচ জয়ী – ৪০ (৪২.১১ শতাংশ)

আরও পড়ুন: ভয়াবহ পরিস্থিতি পাকিস্তানে! TTP-র হামলায় প্রাণ হারালেন ১২ জন পাক সেনা

সর্বোচ্চ স্কোর – ২১২/২
সর্বনিম্ন স্কোর – ৫৫
রান তাড়া করে সর্বোচ্চ স্কোর – ১৮৪/৮
উইকেট প্রতি গড় রান – ২০.৯৬
প্রতি ওভারে গড় রান – ৭.৩০
প্রথমে ব্যাট করার সময়ে গড় স্কোর – ১৪৪

আরও পড়ুন: বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় ফের প্রথম স্থানে মাস্ক! কোথায় রয়েছেন আম্বানি-আদানি?

ভারত বনাম পাকিস্তান: জানিয়ে রাখি যে, ভারত এবং পাকিস্তানের মধ্যে এখনও পর্যন্ত মোট ১৩ টি T20 আন্তর্জাতিক ম্যাচ সম্পন্ন হয়েছে। যার মধ্যে টিম ইন্ডিয়া ১০ টি ম্যাচে জয়লাভ করে সম্পূর্ণ আধিপত্য বিস্তার করেছে। অন্যদিকে, পাকিস্তান ভারতের (India) বিরুদ্ধে মাত্র ৩ বার সফল হয়েছে। এমতাবস্থায়, আজকের ম্যাচটি জিতেও ভারত তাদের রেকর্ড আরও শক্তিশালী করতে চাইবে।