বড় মুশকিল আসান, বিরাট আপডেট WhatsApp-এ! নতুন কী ফিচার এল?

Updated on:

Updated on:

WhatsApp big update to what new features have been added

বাংলা হান্ট ডেস্ক: শুধুমাত্র যে হোয়াটসঅ্যাপে বন্ধুবান্ধব দা আড্ডা দেওয়ার জন্য ব্যবহার করা হয় তা কিন্তু নয়। এটি অফিসিয়াল কাজকর্মের জন্য ব্যবহার করা হয়। পাশাপাশি এটি জনপ্রিয় একটি অ্যাপ। তবে হোয়াটসঅ্যাপে (Whats App) এবার আসল নতুন ফিচার। জেনে নিন কি নতুন ফিচার আসল।)

আর নয় বারবার রিমাইন্ডার!হোয়াটসঅ্যাপে এবার থাকছে কল শিডিউল করার অপশন (WhatsApp)

এবার আসল হোয়াটসঅ্যাপে (WhatsApp) আসল নতুন ফিচার। যাবতীয় কাজকর্ম করা হয় হোয়াটসঅ্যাপে। বহু মিটিং হয় whatsapp কলিং গ্রুপে। এবার সেই মত আগের থেকে পারবেন কল হোয়াটসঅ্যাপের শিডউল করতে।

নির্ধারিত সময়ের আগে কল শুরু হওয়ার আগে আপনি পেয়ে যাবেন নোটিফিকেশন।। এর ফলে নির্ধারিত সময় কল শুরুর ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না। ব্যবহারকারীরা ভীষণভাবে উপকৃত হবেন বলে মনে করছে সংস্থা।

WhatsApp big update to what new features have been added

আরও পড়ুন: গৃহস্থালির সমস্যা! ঘরে থাকা এই দুটি উপকরণ দিয়ে পান সমাধান, জানুন ঘরোয়া টোটকা

কী ভাবে করবেন কল শিডিউল?

নতুন এই আপডেটে আপনি কল ট্যাবে যান। সেখানে (+) অপশন পাবেন। তাতে ক্লিক করলে কল শিডিউল করা যাবে। পাশাপাশি ওই কলে যারা থাকবেন তারা সবার আগে নোটিফিকেশন পাবেন।