বাংলা হান্ট ডেস্ক: আজকালকার দিনে অধিকাংশ কাজই হয় হোয়াটসঅ্যাপের (WhatsApp) মাধ্যমে। এখন শুধুমাত্র আড্ডা দেওয়া নয় পাশাপাশি যাবতীয় গুরুত্বপূর্ণ কাজও হয় এই অ্যাপে। এখানে অফিস হোক বা স্কুল-কলেজের একাধিক নথি পাঠানোর কাজ করা হয়। তবে জানেন কি এবার থেকে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট এর মতন গুরুত্বপূর্ণ নথি। শুনে হয়তো অবাক লাগছে আপনার। তবে এবার জুকারবার্গের এই অ্যাপেই পাওয়া যাবে এই সমস্ত গুরুত্বপূর্ণ নথিগুলো। কিন্তু কিভাবে পাবেন তা জেনে নিন।
হোয়াটসঅ্যাপে এক ক্লিকে হাতে পাবেন বিয়ে অথবা জন্ম সার্টিফিকেট, কিন্তু কিভাবে জানেন (WhatsApp)
ডিজিটাল প্রযুক্তি এবার আরও উন্নত হচ্ছে। হোয়াটসঅ্যাপে একটিমাত্র ক্লিকে আপনি পেয়ে যাবেন ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেটের মতন গুরুত্বপূর্ণ নথি গুলি। হয়তো শুনে আশ্চর্য হবেন। তবে এটি সত্যি। যদিও এই সুবিধা কিন্তু সকলে পাবেন না (WhatsApp)।
সূত্রের খবর, এই সুবিধা পাবেন দিল্লির (Delhi) বাসিন্দারা। দিল্লি সরকারের (Delhi Government) তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর লাইনে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ নথিগুলোকে নিতে হবে না। তাহলে এবার প্রশ্ন আসতেই পারে, কিভাবে এই শংসাপত্র গুলো বাড়িতে বসেই পাবেন। সেই সময় বিষয় নিচে বিস্তারিত ভাবে জানানো হল।
আরও পড়ুন: খুব সহজ উপায়ে ক্যান্সার প্রতিরোধে ভরসা রাখুন এই ৩ পানীয়তে
দিল্লি (Delhi) সরকারের তরফ থেকে চালু করা হবে একটি হোয়াটসঅ্যাপ (WhatsApp) নম্বর। সেইখানে প্রথমে গিয়ে ‘Hi’ লিখতে হবে। তারপরই সেখানে একাধিক অপশন আপনি পাবেন। তারপর সেখান থেকে আপনাকে বেছে নিতে হবে আপনি কোন সার্টিফিকেটটা চান। সেই মতন আপনাকে আবেদন করতে হবে। তারপর বাড়িতে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় নথি।
তবে এই খবর জানাজানি হতে, সকলের মনে একটি প্রশ্ন দেখা দিয়েছে হঠাৎ করে এমন সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে? জানা যায়, বাসিন্দাদের সুবিধার কথা ভেবে এই পদক্ষেপ নিয়েছে দিল্লি সরকার। অ্যাপ্লিকেশন করা বা দিনের পর দিন সরকারি দফতরে ছোটাছুটি করতে হবে না। সময় নষ্ট হবে না। বরং বাড়িতে বসে আপনি পেয়ে যাবেন প্রয়োজনীয় শংসাপত্র।