কাল থেকেই বন্ধ হবে হোয়াটস অ্যাপ

বাংলাহান্ট ডেস্কঃ আগামি কাল নতুন বছরের প্রথম দিনেই আপনার ফোনে বন্ধ হয়ে যেতে পারে সামাজিক মাধ্যম WhatsApp। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে যে, ৪.০.৩ ভার্সানের নিচের ভার্সানের মোবাইল গুলিতে কাজ করবে না এই সামাজিক যোগাযোগ মাধ্যম।

এর কারন হিসাবে জানা যাচ্ছে যে, গত কয়েক বছরে প্রযুক্তির সাথে পাল্লা দিতে গিয়ে WhatsApp কে আনতে হয়েছে নিত্য নতুন আপডেট। যার ফলে WhatsApp এর প্রথম দিকের সাথে এখনকার WhatsApp এর এসেছে প্রভূত পার্থক্য। আর প্রযুক্তিগত দিক থেকে উন্নত হয়ে যাওয়ার কারনেই এই মোবাইল গুলিতে আর চলবে না WhatsApp।

একইসাথে WhatsApp কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে আইফোন বা আই প্যাডের ক্ষেত্রে যে সব ফোন গুলি আই.ও.এস ৯ এর নীচে সেখানেও আর চলবে না WhatsApp। windows এর ফোনেও আর চালানো যাবে না এই সামাজিক মাধ্যম।

  • WhatsApp for iPad on the way

জেনে নিন কোন কোন জনপ্রিয় ফোনে বন্ধ হতে পারে WhatsApp:

  • স্পাইস স্টেলার হরিজন এমআই -500 / Spice Stellar Horizon Mi-500.
  • এইচটিসি ওয়ান ভি / HTC One V.
  • এলজি অপ্টিমাস এল 7/  LG Optimus L7.
  • মাইক্রোম্যাক্স সুপারফোন পিক্সেল এ 90/  Micromax Superfone Pixel A90.
  • এইচটিসি ডিজায়ার ভিসি/  HTC Desire VC
  • মাইক্রোসফ্ট লুমিয়া 950/ Microsoft Lumia 950
  • মাইক্রোসফ্ট লুমিয়া 535/ Microsoft Lumia 535
  • নোকিয়া লুমিয়া 1320/ Nokia Lumia 1320.
  • নোকিয়া লুমিয়া 630 / Nokia Lumia 630
  • নোকিয়া লুমিয়া 530/ Nokia Lumia 530
  • মাইক্রোসফ্ট লুমিয়া 640 এক্সএল/ Microsoft Lumia 640 XL

 

সম্পর্কিত খবর