বাংলাহান্ট ডেস্ক : ঘন্টা বেজে গিয়েছে বাংলার জনপ্রিয় সঙ্গীত রিয়েলিটি শো সারেগামাপার (Saregamapa)। চ্যানেলে এখনও সম্প্রচারিত হচ্ছে ডান্স বাংলা ডান্স। তবে অন্যদিকে অডিশন পর্ব শুরু হয়ে গিয়েছে জি বাংলা সারেগামাপার (Saregamapa)। খুব শীঘ্রই কলকাতাতেও হতে চলেছে অডিশন। ইতি মধ্যেই প্রকাশ্যে এসেছে অডিশনের দিনক্ষণ।
শুরু হয়ে গিয়েছে সারেগামাপার (Saregamapa) অডিশন
বিভিন্ন জেলায় জেলায় চলছে সারেগামাপার (Saregamapa) অডিশন। ছেঁকে তোলা হচ্ছে প্রতিভাদের। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ ঘুরে চলছে অডিশন। এবার পালা কলকাতার। চ্যানেলে ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে অডিশনের স্থান, সময় এবং দিন।
কলকাতায় কবে হবে অডিশন: আগামী ৩ রা অগাস্ট, রবিবার হতে চলেছে কলকাতার অডিশন। ১৬ এ, বলরাম বসু ঘাট রোড, ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে হতে চলেছে অডিশন। জানা যাচ্ছে, সকাল ৯ টা থেকে শুরু হবে অডিশন আর চলবে বিকেল ৪ টে পর্যন্ত। উল্লেখ্য, এবারের সিজনে উল্লেখ করে দেওয়া হয়েছে বয়সসীমা। ১৪ বছরের ঊর্দ্ধে প্রতিযোগীরা অংশ নিতে পারবে সারেগামাপায় (Saregamapa)।
আরও পড়ুন : টলিপাড়ায় পিসি-ভাইঝি সংঘাত! নাম না করে মমতাকে খোঁচা তাঁরই আপনজনের
প্রোমোতেই নজর কেড়েছে: এর আগে প্রোমোতে দেখা গিয়েছিল, গঙ্গার ঘাটে ফুল কেনাবেচা, দুর্গা প্রতিমা গড়ার দৃশ্য। পুজোর আমেজটাকেই তুলে ধরা হয়েছে প্রোমোতে। সেই সঙ্গে ক্যাপশনে লেখা হয়েছে, ‘সাত সুরে হবে মায়ের আগমন। সারেগামাপা (Saregamapa) আর দুর্গাপুজা, বাংলার শ্রেষ্ঠ দুই উৎসবে মেতে উঠবে বাঙালির মন! আসছে সারেগামাপা অডিশন।’
আরও পড়ুন : ‘বোঝার উপায় নেই যে ওর লাইফে…’ দাদা-বৌদির বিচ্ছেদের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন সায়ক
প্রসঙ্গত, সারেগামাপার (Saregamapa) জনপ্রিয়তা বরাবরই থাকে তুঙ্গে। বিভিন্ন জেলার প্রতিযোগীদের মধুর সুরে ভেসে যান শ্রোতারা। কবে থেকে শুরু হবে সারেগামাপার নতুন সিজন, তার অপেক্ষাতেই রয়েছেন সকলে।