বিজেপি ক্ষমতায় এলে আমরা বাড়ি বাড়ি স্কুটি দেবঃ সৌমিত্র খাঁ

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ সামনেই নির্বাচন। তার আগে বাংলার মানুষকে গেরুয়া শিবিরের উপর ভরসা যোগাতে এক প্রতিশ্রুতি দিলেন সৌমিত্র খাঁ (saumitra khan)। বুধবার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বেড়ুগ্রামে এক জনসভায় বক্তৃতা রাখলেন সৌমিত্র খাঁ। মঞ্চে দাঁড়িয়ে বিরোধীদের আক্রমণ করা থেকে, নতুন প্রতিশ্রুতি, এমনকি টলিজগতের অভিনেতা অভিনেত্রীদের কটাক্ষ করা- সবটাই দাপটের সঙ্গে করলেন সৌমিত্র খাঁ।

‘রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পড়ুয়াদের শুধুমাত্র একটা করে সাইকেল দিচ্ছেন, আর বিজেপি ক্ষমতায় এলে আমরা বাড়িতে বাড়িতে স্কুটি দেব’- এমনটাই শোনা গেল বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র গলায়। তিনি আরও বললনে, ‘মুখ্যমন্ত্রী নির্বাচনের আগে ছাত্রছাত্রীদের ট্যাব দিচ্ছে। চিন্তা করবেন না, আমরা ক্ষমতায় এলে প্রতিটি পরিবারে চাকরি দেব। বাংলার কেউ আর বেকার থাকবে না’।

টলিপাড়ার অভিনেতা অভিনেত্রীদের একাংশকে যৌনকর্মী বলে কটাক্ষ করে, বিতর্কে জড়ালেন সৌমিত্র খাঁ। তাঁর কথায়, ‘যৌন পেশার সঙ্গে যুক্ত রয়েছে যারা, তারা হিন্দু দেব দেবীদের সম্পর্কে খারাপ মন্তব্য করছে। কিছু অভিনেতা অভিনেত্রীরা এখন তৃণমূলের চাকরে পরিণত হয়ে এই সমস্ত খারাপ মন্তব্য করছেন’।

মঞ্চে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কাউকেই ছাড়লেন না সৌমিত্র খাঁ। তিনি কটাক্ষ করে বলেন, ‘মমতা ব্যানার্জি যদি সত্যিকারের সততার প্রতীক হন, তাহলে সাদা শাড়ি হাওয়াই চপ্পলের মত পোশাকের সঙ্গে হাতে কেন তাঁর দেড় লক্ষ টাকার আইফোন থাকে? তাঁর চশমার দাম সত্তর হাজার টাকা কেন? অন্যদিকে ভাইপোকে দেখুন- কালীঘাট এলাকায় পঁয়ত্রিশটা প্লট কিনেছে বা জোর করে ছিনিয়ে নিয়েছে। তাঁর চোখে আবার চব্বিশ লক্ষ টাকার হীরের চশমাও রয়েছে’।

 

সম্পর্কিত খবর

X