বাংলাহান্ট ডেস্কঃ ঘরে মা, ছোট ভাই, স্ত্রী এবং দুই সন্তানকে রেখে কর্মসূত্রে হায়দ্রাবাদে চলে গিয়েছিলেন বাইলন গ্রামের বাসিন্দা সন্ত কুমার। আর সেখানে যাওয়ার পর দীর্ঘ ১৩ বছর ধরে কোন সম্পর্ক ছিল না পরিবারের সঙ্গে। পরিবারের লোকজন বহুবার তাঁকে খোঁজার চেষ্টা করেও ব্যার্থ হয়। তারপর তাঁদের পরিবারের ছেলেকে মৃত বলেই ধরে নেয় তাঁরা।
অবশেষে একমাস আগে ঘরে ফেরে ঘরের ছেলে। কিন্তু ফিরে দেখে সবকিছু উলটে পালটে গেছে। অনেক খোঁজার পর কোন খবর না পেয়ে, সন্ত কুমারের পরিবারের লোকজন তাঁরই স্ত্রীয়ের সঙ্গে তাঁরই ছোট ভাইয়ের বিয়ে দিয়ে দিয়েছি। শুধু তাই নয়, তাঁদের একটি সন্তানও রয়েছে। সেই দুঃখে নিজেই আত্মঘাতী হলেন ওই ব্যাক্তি।
এমনই ঘটনা ঘটল বাইলন গ্রামে। বাইলন গ্রামের বাসিন্দা সন্ত কুমার কর্মসূত্রে হায়দ্রাবাদে চলে গিয়েছিলেন। দেখানে যাওয়ার পর থেকে দীর্ঘ ১৩ বছর পরিবারের সঙ্গে তাঁর কোন যোগাযোগ ছিল না তাঁর। এরপর বহু খুঁজেও বড় ছেলের খোঁজ না মেলায়, সন্ত কুমারের পরিবারের লোকজন তাঁরই ছোট ভাই রামুর সঙ্গে তাঁর স্ত্রীর বিয়ে দিয়ে দেয়। ২০২১ সালের জুনে তাঁদের বিয়ে হয় এবং বর্তমানে একটি পুত্র সন্তানও আছে তাঁদের।
একমাস আগে বাড়ি ফিরে নিজের স্ত্রীয়ের সঙ্গে ভাইয়ের বিয়ের বিষয়টা কিছুতেই মেনে নিতে পারেনি সন্ত কুমার। খুব ভেঙে পড়েন তিনি। এইভাবে সোমবার সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে স্ত্রীয়ের শাড়ি সিলিং-এ বাঁধিয়ে আত্মহত্যা করেন সন্ত কুমার। পরিবারের লোকজন ছেলেকে এই অবস্থায় দেখে ১১২ নম্বরে ফোন করেন। কিন্তু শেষরক্ষা হয় না। কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার।