লিফটে উঠলে ৩৫ টা পদ থাকত আমার দখলেঃ শুভেন্দুকে পাল্টা দিলেন অভিষেক

বাংলাহান্ট ডেস্কঃ সদ্য রাজ্য সরকারের মন্ত্রীত্ব ছেড়েছেন প্রাক্তন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (abhishek banerjee) নাম না করেই তাঁকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘আমি প্যারাশুটেও নামিনি, লিফটেও উঠিনি। সিঁড়ি ভেঙ্গে উপরে উঠেছি’।

এবার সেই নিজের দিকে ছুঁড়ে আসা অনামাঙ্কিত কটাক্ষের উত্তর দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের প্রাক্তন প্রয়াত সৌমেন মিত্রের জামান্য কোন কাজ হয়নি বলে অভিযোগের সুর তুলে অভিষেক বললেন, ‘এখানে প্রার্থী হয়ে আসার পরই মানুষের বাড়ি বাড়ি গিয়ে সমস্যার কথা শুনেছি। সকলের সমস্যার কথা শুনে ভয়ে মাঠ ছেড়ে চলে যাইনি। নির্বাচনে সকলের ভালবাসায় ৭১ হাজার ভোটে জিতে বুথে বুথেও যাওয়ার চেষ্টা করেছি। সেই ডায়মন্ডবারবার থেকেই গতবছর ৩ লক্ষ ২২ হাজার ভোটে জিতেছি আমি’।

Abhishek Banerjee 3

শুধুমাত্র দলের সুগানই নয়, সাতগাছিয়ার জনসভা থেকে সেইসঙ্গে কিছুটা ফিল্মি স্টাইলে শুভেন্দু অধিকারীকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ করে তিনি বললেন, ‘তৃণমূল হল মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) দল। এই দল সকলের মায়ের মত। মায়ের সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করলে ছেড়ে কথা বলব না। বাংলা ছবির একটা ডায়লগ আছে না- ‘বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে, মা পাওয়া যায় না’। কেউ বিশ্বাসঘাতকতা করলে, তাঁকেও জবাব দেওয়া হবে কড়ায়-গণ্ডায়’।

সেইসঙ্গে শুভেন্দু অধিকারীর কটাক্ষের জবাব দিয়ে অভিষেক বললেন, ‘যে লড়াই করতে আসবে, সেই ঝলসে যাবে। বাংলার আকাশে ৩৪ বছর পর অন্ধকার পেরিয়ে সূর্য হলেন মমতা ব্যানার্জী। এই মমতা ব্যানার্জী বা তৃণমূল রাতারাতি তৈরি হয়নি। আর এখানের কোন নেতা-কর্মী লিফটে করেও ওপরে ওঠেনি বা প্যারাশুটেও নামেনি। আজকে আমি যদি লিফটে করে উপরে উঠতাম, তাহলে ৩৫টা পদ থাকত আমার দখলে। আর প্যারাসুটে নামলে, দেখতেন আমার জায়গা দক্ষিণ কলকাতার হয়েই লড়তাম। তাই একে ওকে দিয়ে বেকার মন্তব্য করিয়ে কোন লাভ নেই’।


Smita Hari

সম্পর্কিত খবর