পরীক্ষার জন্য বদল সময়সূচী, রবিবার ব্লু-গ্রিন লাইনে কখন মিলবে প্রথম মেট্রো?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : কলকাতা মেট্রোর (Kolkata Metro) বিভিন্ন লাইনে রবিবারের জন্য বদল করা হয়েছে প্রথম মেট্রোর (Kolkata Metro) nসময়সূচী। ৩১ শে অগাস্ট, রবিবার রয়েছে পিএসসি মিসলেনিয়াস মেনস এর পরীক্ষা। সেই কারণে যাতে পরীক্ষার্থীদের কোনও সমস্যার মুখে না পড়তে হয় তাই ব্লু এবং গ্রিন লাইনে বদল করা হয়েছে প্রথম মেট্রোর সময়।

প্রথম মেট্রোর (Kolkata Metro) সময় বদল রবিবারে

রবিবার দক্ষিণেশ্বরের উদ্দেশে টালিগঞ্জ থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭ টা নাগাদ। অন্যান্য রবিবার এই প্রথম মেট্রো (Kolkata Metro) চলে সকাল ৯ টা নাগাদ। কিন্তু এদিন পরীক্ষার কথা মাথায় রেখেই বদল করা হয়েছে প্রথম মেট্রোর সযয়। রবিবার হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার প্রথম মেট্রো মিলবে সকাল ৮ টায়। অন্য রবিবার এই প্রথম মেট্রো (Kolkata Metro) মেলে সকাল ৯ টা নাগাদ।

When is first Kolkata metro service on sunday

বাড়ানো হচ্ছে মেট্রোর সময়: সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান যাওয়ার প্রথম মেট্রো পরিষেবা এই রবিবার পাওয়া যাবে সকাল ৯ টা ২ মিনিটের পরিবর্তে সকাল ৮ টা ২ তে। তবে প্রথম মেট্রোর (Kolkata Metro) সময় বদল হলেও শেষ মেট্রোর ক্ষেত্রে কোনও পরিবর্তন করা হয়নি। ব্লু এবং গ্রিন লাইনে পরীক্ষার কথা মাথায় রেখে এদিন মেট্রো সংখ্যাও বাড়ানো হচ্ছে। তবে ইয়েলো, অরেঞ্জ এবং পার্পল লাইনে রবিবার কোনও পরিষেবা মিলবে না।

আরও পড়ুন : ‘ভালো কাজ হয় এখানে’, বেঙ্গল ফাইলস বিতর্ক এড়িয়ে বাংলায় কাজের ইচ্ছা প্রকাশ অনুপমের

বন্ধ থাকবে মেট্রো পরিষেবা: কলকাতা মেট্রোর (Kolkata Metro) তরফে আগে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল, রবিবার বিকেল চারটে পর্যন্ত বন্ধ থাকবে মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত মেট্রো (Kolkata Metro) চলাচল বন্ধ থাকবে। তবে কাজ আগে শেষ হয়ে যাওয়ায় সেই সময় কিছুটা কমানো হবে বলে জানানো হয়েছে শনিবার।

আরও পড়ুন : ওলটপালট সব স্লট, প্রকাশ্যে ‘জোয়ার ভাঁটা’র সম্প্রচার সময়, কোন মেগার কপাল পুড়ল?

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে প্রথম মেট্রো (Kolkata Metro) চলবে দুপুর ৩ টে ৪০ মিনিটে। অর্থাৎ আগের বিজ্ঞপ্তির থেকে ২০ মিনিট আগেই মিলবে এদিন প্রথম মেট্রো। তবে পরীক্ষা এদিন শুরু হচ্ছে সকাল ৯ টা থেকে। তাই এই লাইনে কাজের জন্য পরিষেবা বন্ধ থাকলে ভোগান্তির সম্ভাবনা থেকে যাচ্ছে।