দীপাবলির সপ্তাহে ৪ দিন বন্ধ থাকবে শেয়ার বাজার! কবে হবে মুহুরত ট্রেডিং? জানুন দিনক্ষণ

Published on:

Published on:

When is Muhurat Trading going to happen?

বাংলা হান্ট ডেস্ক: প্রতি সপ্তাহে শনি এবং রবিবার শেয়ার বাজার বন্ধ থাকে। এর পাশাপাশি কিছু সরকারি ছুটিতেও বন্ধ থাকে শেয়ার বাজার। এমতাবস্থায়, দীপাবলির মতো বড় উৎসবেও BSE এবং NSE-তে ট্রেডিং স্থগিত থাকবে। তবে, মুহুরত ট্রেডিংয়ের (Muhurat Trading) জন্য শেয়ার বাজার কিছু সময়ের জন্য খোলা থাকবে। দীপাবলির ছুটির কারণে, ২০ অক্টোবর থেকে শুরু হওয়া সপ্তাহে ৪ দিন শেয়ার বাজার বন্ধ থাকবে। ছুটির তারিখগুলি হল…

২১ অক্টোবর: মঙ্গলবার- দীপাবলি/লক্ষ্মীপুজো
২২ অক্টোবর: বুধবার- দীপাবলি বলিপ্রতিপদ
২৫ অক্টোবর: শনিবার
২৬ অক্টোবর: রবিবার

কবে সম্পন্ন হবে মুহুরত ট্রেডিং (Muhurat Trading)?

এদিকে, ২১ এবং ২২ অক্টোবর BSE-তে ইক্যুইটি সেগমেন্ট থেকে শুরু করে ইক্যুইটি ডেরিভেটিভস সেগমেন্ট, SLB সেগমেন্ট, কারেন্সি ডেরিভেটিভস সেগমেন্ট, NDS-RST, ট্রাই পার্টি রেপো, কমোডিটি ডেরিভেটিভস সেগমেন্ট, ইলেকট্রনিক গোল্ড রিসিপ্টস (EGR) সেগমেন্টের জন্য ট্রেডিং হলিডে রয়েছে। এই ২ টি তারিখেই NSE-তে ইক্যুইটি, ইক্যুইটি ডেরিভেটিভস, কমোডিটি ডেরিভেটিভস, কর্পোরেট বন্ডস, নিউ ডেট সেগমেন্ট, নেগোশিয়েটেড ট্রেড রিপোর্টিং প্ল্যাটফর্ম, মিউচুয়াল ফান্ড, সিকিউরিটি লেন্ডিং এবং ঋণ গ্রহণের প্রকল্পের জন্য ট্রেডিং, মুদ্রা ডেরিভেটিভ অ্যান্ড বরোয়িং স্কিম, কারেন্সি ডেরিভেটিভ সহ প্রতিটি সেগমেন্টে ছুটি থাকবে। জানিয়ে রাখি যে, দীপাবলি উপলক্ষ্যে আগামী ২১ এবং ২২ অক্টোবর মাল্টি কমোডিটি এক্সচেঞ্জও বন্ধ থাকবে।

When is Muhurat Trading going to happen?

মুহুরত ট্রেডিং কখন হবে: উল্লেখ্য যে, দীপাবলির মুহুরত ট্রেডিং (Muhurat Trading) সেশনটি আগামী ২১ অক্টোবর, ২০২৫ তারিখে NSE এবং BSE-তে সম্পন্ন হবে। যার সময়কাল হল দুপুর ১ টা বেজে ৪৫ মিনিট থেকে দুপুর ২ টো বেজে ৪৫ মিনিট পর্যন্ত। অর্থাৎ, ১ ঘণ্টার জন্য মুহুরত ট্রেডিং হবে। এছাড়াও, দুপুর ১ টা বেজে ৩০ মিনিট থেকে ১ টা বেজে ৪৫ মিনিট পর্যন্ত একটি প্রি-ওপেন সেশন থাকবে। যেটিতে ট্রেডার্স ট্রেডিংয়ের জন্য প্রস্তুতি নিতে পারবেন। এই মুহুরত ট্রেডিং (Muhurat Trading) সেশনটি বিনিয়োগকারীদের জন্য একটি শুভ উপলক্ষ্য হিসেবে বিবেচিত হয়। শুধু তাই নয়, এই মুহুরত ট্রেডিংয়ের ঐতিহ্য বহু বছর ধরে চলে আসছে। বিনিয়োগকারীরা এটিকে তাঁদের পোর্টফোলিওতে সমৃদ্ধি এবং সাফল্য নিয়ে আসার একটি সুযোগ হিসেবে দেখেন।

আরও পড়ুন: মার্কিন শুল্ক নিয়ে “টেনশন” কবে শেষ হবে? কতদূর এগোল আলোচনা? রাখঢাক না রেখে জানালেন পীযূষ গোয়েল

এই বিশেষ ক্ষেত্রে, গত ১৬ বছরে সেনসেক্স এবং নিফটি উভয়ই ১৩ বার বৃদ্ধির সঙ্গে বন্ধ হয়েছে। ২০২৪ সালের দীপাবলির মুহুরত ট্রেডিং (Muhurat Trading) সেশনে সেনসেক্স ৩৩৫.০৬ পয়েন্ট বৃদ্ধির সঙ্গে ৭৯,৭২৪.১২-এ বন্ধ হয়েছিল এবং নিফটি ৯৯ পয়েন্ট বৃদ্ধির সঙ্গে ২৪,৩০৪.৩৫-এ বন্ধ হয়।

আরও পড়ুন: ক্রিকেটে এবার নতুন নিয়ম! আর খেলা যাবে না এই শট, লাভবান হবেন বোলাররা

বছরের বাকি সময় আর কোন কোন তারিখে শেয়ার বাজার বন্ধ থাকবে: দীপাবলির পর, ২০২৫ সালের বাকি সময়ে আগামী ৫ নভেম্বর গুরু নানক জয়ন্তী এবং ২৫ ডিসেম্বর বড়দিন সহ, সপ্তাহের শনিবার ও রবিবারে শেয়ার বাজার বন্ধ থাকবে।