১৫ নাকি ১৬ ই অগাস্ট, কবে পড়েছে জন্মাষ্টমী তিথি? পুজোর সঠিক সময়টাও জেনে নিন

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : চলতি মাসেই পড়েছে জন্মাষ্টমী (Janmashtami)। শ্রীকৃষ্ণের জন্মগ্রহণের দিনটিকেই পালন করা হয় জন্মাষ্টমী হিসেবে। অতি পবিত্র এই তিথিতেই শ্রী বিষ্ণুর পূর্ণ অবতার রূপে ধরাধামে অবতীর্ণ হন শ্রীকৃষ্ণ। দেবকীর অষ্টম গর্ভের সন্তান তিনি। মর্ত্যে তাঁর আবির্ভাবের দিনটিকে ধুমধাম করে পালন করা হয় প্রতি বছর।

হিন্দু ধর্মে অতি পবিত্র জন্মাষ্টমী (Janmashtami) তিথি

হিন্দু ধর্মাবলম্বীদের কাছে জন্মাষ্টমী (Janmashtami) অন্যতম পবিত্র একটি তিথি। বিশ্বাস করা হয়, এই তিথিতে শ্রীকৃষ্ণের আরাধনা করলে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায়। তবে চলতি মাসে জন্মাষ্টমীর (Janmashtami) দিনটি নিয়ে খানিক বিভ্রান্তি দেখা দিয়েছে অনেকের মধ্যে। ১৫ নাকি ১৬ ই অগাস্ট, কবে পড়েছে জন্মাষ্টমী তিথি?

When is the auspicious occasion of janmashtami

কবে পড়েছে এবার জন্মাষ্টমী: উল্লেখ্য, এবার ১৬ ই অগাস্ট পড়েছে জন্মাষ্টমী (Janmashtami)। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে, ১৫ ই অগাস্ট শুক্রবার রাত ১১ টা ৫১ মিনিটে শুরু হচ্ছে অষ্টমী তিথি। আর শেষ হচ্ছে ১৬ ই অগাস্ট, শনিবার রাত ৯ টা ৩৫ মিনিটে। অনেকে ১৫ ই অগাস্ট রাতেই পালন করে থাকেন জন্মাষ্টমী (Janmashtami), তবে শ্রীকৃষ্ণ যেহেতু মধ্যরাতে জন্মেছিলেন তাই মূল পুজো হবে ১৬ ই অগাস্ট রাতে।

আরও পড়ুন : দিঘায় ইলিশ-পার্বণ, ঝাঁকে ঝাঁকে রূপোলি শষ্য উঠল জালে! অবিশ্বাস্য কম দামে বিকোচ্ছে ১ কেজির মাছ

কীভাবে উদযাপন করবেন: এইদিন অনেকেই সারাদিন নির্জলা উপোস করে মধ্যরাতে শ্রীকৃষ্ণের পুজোর পরেই প্রসাদ গ্রহণ করে উপোস ভাঙেন। জন্মাষ্টমীর (Janmashtami) দিন সকালে স্নান করে শুদ্ধবস্ত্রে পুজোর জায়গা পরিষ্কার করে ফুল, আলো দিয়ে সাজানো হয়। অনেকে দোলনা সাজিয়ে তার উপরে স্থাপন করেন ছোট্ট গোপালের বিগ্রহ।

আরও পড়ুন : সিরিয়ালের স্বার্থেই মানভঞ্জন? কাদা ছোড়াছুড়ি শেষে বিতর্কে ইতি টানলেন জিতু-দিতিপ্রিয়া

এদিন শ্রীকৃষ্ণের পছন্দের মাখন, মিছরি দুধ, তুলসী পাতা দেওয়া হয় পুজোর নৈবেদ্যে। নিষ্ঠাভরে শ্রীকৃষ্ণের পুজো করলে তাঁর কৃপাদৃষ্টি পড়ে বলে বিশ্বাস কৃষ্ণভক্তদের। তাই অনেকেই এদিন সম্পূর্ণ নির্জলা থেকে উপোস করে শ্রীকৃষ্ণের আরাধনা করেন।