রাত জেগে আরাধনাতেই তুষ্ট হন দেবী, এবছর কোজাগরী লক্ষ্মীপুজোর শুভ সময়টা জানেন?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : দুর্গাপুজো শেষের মন খারাপ ঘিরে ধরেছে আপামর বাঙালিকে। অবশ্য দুর্গাপুজো মিশতেন চলে আসে কোজাগরী লক্ষ্মীপুজো (Kojagori Lakshmi Puja)। ধন দেবীর আরাধনায় যেতে ওঠেন সকলে। প্রতি বছর কোজাগরী পূর্ণিমায় হয় লক্ষ্মীপুজো। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এদিন দেবী স্বয়ং মর্ত্যে নেমে এসে খুঁজে বেড়ান কে জেগে আছে।

এবছর কবে পড়েছে কোজাগরী লক্ষ্মীপুজো (Kojagori Lakshmi Puja)?

কথিত আছে, এদিন রাত জেগে মা লক্ষ্মীর আরাধনা করলে দেবীর কৃপা দৃষ্টি পড়ে তাদের উপরে। কিন্তু এবার কবে পড়েছে লক্ষ্মীপুজো (Kojagori Lakshmi Puja)? দেবীর আরাধনা করার শুভ মুহূর্তই বা কখন থেকে শুরু হচ্ছে?

When is the auspicious time for kojagori lakshmi puja

কখন শুরু পূর্ণিমা তিথি: উল্লেখ্য, পঞ্জিকা বলছে, আশ্বিনের পূর্ণিমা তিথিতে আয়োজিত হয় কোজাগরী লক্ষ্মীপুজো (Kojagori Lakshmi Puja)। এবার ৬ অক্টোবর, সোমবার সকাল ১১ টা ২৪ এ শুরু হচ্ছে পূর্ণিমা তিথি। তা চলবে পরদিন ৭ অক্টোবর, মঙ্গলবার সকাল ৯ টা ৩০ পর্যন্ত। কোজাগরী লক্ষ্মীপুজো (Kojagori Lakshmi Puja) সাধারণত পূর্ণিমার রাতেই হয়ে থাকে। এবার ৬ অক্টোবর শুরু হচ্ছে তিথি। তাই ওই সময়টাই পুজোর জন্য সবথেকে ভালো বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন : মুখার্জিদের পুজোয় বিশেষ আকর্ষণ, কাজলের সঙ্গে সিঁদুর খেলায় মাতলেন ঋতুপর্ণা

কবে করতে হবে পুজো: উল্লেখ্য, পঞ্জিকা অনুযায়ী, ৬ অক্টোবর সন্ধ্যা ৬ টা ৪৫ থেকে রাত ১১ টা পর্যন্ত রয়েছে সন্ধ্যা তিথি। অনেকেই এই সময়টায় পুজো সেরে নেন। আবার পরদিনও পূর্ণিমা থাকায় অনেকে পরদিনও করতে পারেন পুজো (Kojagori Lakshmi Puja)।

আরও পড়ুন : দুধটুকুও জুটত না সন্তানের? ‘ভিত্তিহীন’ অভিযোগ বলে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ কুমার শানুর

৭ অক্টোবর মঙ্গলবার সকালেও অনেকে লক্ষ্মীপুজো করবেন। তবে মূলত পূর্ণিমার রাতকেই কোজাগরী রাত বলা হয়। আর এই রাতেই মূলত করা হয় কোজাগরী লক্ষ্মীপুজো।