Ekchokho.com 🇮🇳

মহরমের তারিখ নিয়ে ধোঁয়াশা, কবে থাকছে সরকারি ছুটি? সোমবার দেশজুড়ে বন্ধ ব্যাঙ্কও? জানুন

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : মহরম, মুসলিম সম্প্রদায়ের এই বিশেষ পরব উপলক্ষে সরকারি ছুটি (Holiday) থাকে প্রতি বছরই। কিন্তু ঠিক কবে পড়ছে মহরমের ছুটি, তা জেনে রাখা জরুরি। কারণ মহরমে সরকারি ছুটি (Holiday) থাকে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাঙ্কে। কিন্তু এ বছর কবে পড়েছে মহরম? সোমবার, ৭ ই জুলাই কি বন্ধ থাকছে ব্যাঙ্ক?

মহরমের জন্য সোমবার বন্ধ (Holiday) থাকবে ব্যাঙ্ক?

উল্লেখ্য, ইদের মতোই চাঁদ দেখার ভিত্তিতে পালিত হয় মহরম। তবে ভারত সরকারের ক্যালেন্ডার অনুযায়ী, ৬ ই জুলাই অর্থাৎ আজ সরকারি ভাবে মহরমের ছুটি (Holiday)। কিন্তু এদিন রবিবার হওয়ায় আলাদা করে ছুটি থাকছে না মহরমের। সেই থেকেই প্রশ্ন উঠছে, ৭ ই জুলাই অর্থাৎ সোমবার কি দেশজুড়ে সমস্ত সরকারি অফিস, ব্যাঙ্কে ছুটি (Holiday) থাকবে? উল্লেখ্য, ছুটি থাকার কথা থাকলেও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

When is the muharram holiday this year

কবে থাকছে মহরমের ছুটি: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের শিক্ষাবর্ষের পঞ্জীতেও রয়েছে ৬ ই জুলাই মহরমের তারিখ। তবে সোমবার যদি মহরম পালিত হয় তবে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, তেলেঙ্গানার মতো রাজ্যগুলি যেখানে মুসলিম জনসংখ্যা বেশি, সেখানে সরকারি ছুটি (Holiday) ঘোষণা হতে ফারে। তেমনটা হলে এ বিষয়ে শীঘ্রই একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে বলে আশা করা যাচ্ছে। উল্লেখ্য, শেয়ার বাজারের ক্ষেত্রে এদিন কোনো সরকারি ছুটি (Holiday) থাকছে না। তাই সোমবার খোলা থাকবে বাজার।

আরো পড়ুন : চোখ-মুখ রক্তাক্ত, কাঁধে পেরেক গাঁথা মুগুর, গালওয়ান সংঘাত এবার বড়পর্দায় আনছেন সলমন!

জুলাইতে কবে কবে বন্ধ ব্যাঙ্ক: অবশ্য মহরম ছাড়াও জুলাই মাস জুড়ে একাধিক ছুটি (Holiday) থাকছে ব্যাঙ্কে। ৬ জুলাই রবিবার এবং আগামী ১২ জুলাই দ্বিতীয় শনিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক। দেরাদুনের ব্যাঙ্কগুলি আগামী ১৬ জুলাই বন্ধ থাকবে হরেলা উৎসব উপলক্ষে। ১৭ ই জুলাই ইউ তিরেট সিং এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিলংয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২০ শে জুলাই রবিবার হওয়ায় দেশ জুড়েই বন্ধ থাকবে ব্যাঙ্ক।

আরো পড়ুন : রাজ রাজেশ্বরীতে ফের নতুন চমক! দীর্ঘ বিরতি শেষে কামব্যাক প্রিয়াঙ্কার

২৬ শে জুলাই চতুর্থ শনিবার এবং ২৭ শে জুলাই রবিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২৮ শে জুলাই রয়েছে দ্রুকপা সে জি দিবস। সেই উপলক্ষে গ্যাংটকে বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে এই ছুটির দিনগুলিতে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও চালু থাকবে অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা।