জিম্বাবোয়ে সফরে নয়, টিম ইন্ডিয়ার সাথে কবে যুক্ত হচ্ছেন নতুন কোচ? রাখঢাক না রেখে জানালেন জয় শাহ

   

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই শেষ হয়েছে ২০২৪-এর T20 বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup)। যেখানে দীর্ঘ ১৭ বছর পর ঐতিহাসিক জয় হাসিল করেছে ভারতীয় দল (India National Cricket Team)। এদিকে, T20 বিশ্বকাপের পরেই টিম ইন্ডিয়ার প্রধান কোচ হিসেবে মেয়াদ শেষ হয়েছে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid)। এমতাবস্থায়, দ্রাবিড়ের জায়গায় এবার ভারতীয় দলে খুব শীঘ্রই যোগ দেবেন নতুন কোচ।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারতীয় দলের হেড কোচ হওয়ার দৌড়ে বর্তমানে এগিয়ে রয়েছেন গৌতম গম্ভীর ও ডব্লিউভি রমন। তবে, শেষ পর্যন্ত কোচের ভূমিকায় কে অবতীর্ণ হন সেটাই এখন দেখার বিষয়। এদিকে, খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে নতুন কোচের নাম ঘোষণা করতে পারে BCCI। তবে, এই আবহেই এবার একটি নতুন আপডেট সামনে এসেছে। মূলত, ভারতের নতুন হেড কোচ কবে দলের সাথে যুক্ত হবেন এই প্রশ্নের উত্তর দিয়েছেন BCCI সচিব জয় শাহ।

When is the new coach joining Team India.

নতুন কোচের যুক্ত হওয়া নিয়ে কি বললেন জয় শাহ: এই প্রসঙ্গে BCCI সেক্রেটারি জয় শাহ জানিয়েছেন, খুব দ্রুত হেড কোচ ও নির্বাচকের নাম ঘোষণা করা হবে। তিনি বলেন, সমস্ত ইন্টারভিউ ও প্রক্রিয়া শেষে ২ টি নাম আপাতত ঠিক করা হয়েছে। পাশাপাশি, তিনি আরও জানান যে, ভারতের নতুন কোচ শ্রীলঙ্কা সিরিজ থেকে দলের সঙ্গে যোগ দেবেন। জয় শাহ বলেন, জিম্বাবোয়ে সফরে ভিভিএস লক্ষ্মণ ভারতীয় দলের কোচ হিসেবে থাকবেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, ভারতীয় দলের জিম্বাবোয়ে সফরের আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন BCCI সচিব জয় শাহ। সেখানে তিনি এই বিষয়টি উপস্থাপিত করেন।

আরও পড়ুন: উদারতার অনন্য নজির! নিজে টাকা দিয়ে ১১৫ জনের চাকরি বাঁচালেন রতন টাটা, ধন্য ধন্য করছে সারা দেশ

জানিয়ে রাখি যে, ভারতীয় দলের হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ ছিল ২০২৪-এর T20 বিশ্বকাপ পর্যন্ত। এদিকে, রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে T20 বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। এমতাবস্থায়, দ্বিতীয়বার T20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারতীয় দল।

আরও পড়ুন: সেরে রাখুন প্রয়োজনীয় কাজ! জুলাই মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন ছুটির তালিকা

এর আগে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতীয় দল ২০০৭ সালের T20 বিশ্বকাপ জিতেছিল। কিন্তু এরপর প্রায় ১৭ বছর অপেক্ষা করতে হয়েছে টিম ইন্ডিয়াকে। এদিকে, T20 বিশ্বকাপ জয়ের পরেই আন্তর্জাতিক T20 থেকে অবসর গ্রহণ করেন রোহিত শর্মা। পাশাপাশি বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজাও বিদায় জানিয়েছেন আন্তর্জাতিক T20-কে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর