আসছে ক্রিকেটের নতুন ফরম্যাট! কবে থেকে শুরু হচ্ছে Test Twenty? মিলল আপডেট

Published on:

Published on:

When is the new format of cricket Test Twenty starting?

বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে ক্রিকেটের মতো জনপ্রিয় খেলায় বিভিন্ন পরিবর্তন পরিলক্ষিত হয়েছে। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার ক্রিকেটের একটি নতুন ফরম্যাটের (Test Twenty) আবির্ভাব ঘটতে চলেছে। এই বিষয়টি সামনে আসার পরেই ক্রিকেট পুনরাগীদের মধ্যে তুমুল আগ্রহ পরিলক্ষিত হয়েছে।

কবে থেকে শুরু হচ্ছে টেস্ট টোয়েন্টি (Test Twenty)?

এদিকে, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি খেলোয়াড় স্যার ক্লাইভ লয়েড থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স, এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ম্যাথু হেইডেন সহ ভারতের প্রাক্তন তারকা স্পিনার হরভজন সিংকে টেস্ট টোয়েন্টি (Test Twenty) ফরম্যাটের উপদেষ্টা বোর্ডে সামিল করা হয়েছে। এছাড়াও, রাজস্থান রয়্যালসের প্রাক্তন সিইও মাইকেল ফোর্ডহ্যামকে চিফ অপারেটিং অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে।

নতুন ফরম্যাটটি সম্পর্কে বিস্তারিত: জানিয়ে রাখি যে, টেস্ট টোয়েন্টি (Test Twenty) ফরম্যাটে টেস্ট ক্রিকেটের বিভিন্ন দিক T20-র সঙ্গে একত্র করার চেষ্টা করা হবে। এটি হবে বিশ্বের প্রথম ৮০ ওভারের ফরম্যাট। তবে, একসঙ্গে ৪০ ওভার খেলার পরিবর্তে, উভয় দলই ২০ ওভারের দুটি ইনিংস খেলবে। প্রতিটি দল ২ বার ব্যাট করবে। ঠিক যেমন একটি টেস্ট ম্যাচের ক্ষেত্রে হয়। টেস্ট এবং T20 ক্রিকেটের উভয় নিয়মই প্রযোজ্য হবে। এক্ষেত্রেও ৪ টি ফলাফলই সম্ভব: জয়, পরাজয়, টাই, অথবা ড্র।

আরও পড়ুন: শেয়ার বাজারে ফের চমক মুকেশ আম্বানির এই সংস্থার! স্টক কেনার জন্য হুড়োহুড়ি, দাম মাত্র ১৮ টাকা

কবে থেকে শুরু হবে: জানা গিয়েছে, টেস্ট টোয়েন্টি (Test Twenty)-র প্রথম মরশুম ২০২৬ সালের জানুয়ারিতে শুরু হবে। ৬ টি ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করবে। ভারত থেকে ৩ টি এবং দুবাই, লন্ডন এবং আমেরিকা থেকে ১ টি করে ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে। প্রতিটি দলে থাকবে ১৬ জন খেলোয়াড়। এই নতুন ফরম্যাটটি আনুষ্ঠানিকভাবে ১৬ অক্টোবর উদ্বোধন করা হয়েছে। টেস্ট T20 হল দ্য ওয়ান ওয়ান সিক্স নেটওয়ার্কের নির্বাহী চেয়ারম্যান গৌরব বহিরওয়ানির মস্তিষ্কপ্রসূত। এই ফরম্যাটটি প্রাক্তন ক্রিকেটারদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে।

আরও পড়ুন: পিছিয়ে পড়ল চিনও! বিশ্বের সবথেকে শক্তিশালী এয়ারফোর্সের তালিকায় তৃতীয় স্থানে ভারত

প্রাক্তন খেলোয়াড়রা কী জানিয়েছেন: ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার ক্লাইভ লয়েড জানান যে, “ক্রিকেটের প্রতিটি যুগের মধ্য দিয়ে যাওয়ার পর, আমি বলতে পারি যে খেলাটি সর্বদা অভিযোজিত হয়েছে। কিন্তু কখনও ইচ্ছাকৃতভাবে নয়। টেস্ট টোয়েন্টি (Test Twenty) এই খেলার শিল্প ও ছন্দ ফিরিয়ে আনবে। একইসঙ্গে আধুনিক শক্তির মাধ্যমে এটিকে জীবন্ত রাখবে। এছাড়াও, দক্ষিণ আফ্রিকার তারকা প্রাক্তন ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স বলেছেন যে টেস্ট T2P চালু হলে ক্রিকেটে উত্তেজনা আরও বাড়বে। এছাড়াও, তরুণ খেলোয়াড়রাও এতে যথেষ্ট সুযোগ পাবেন।