এই সমাজ ‘অসুস্থ’, মেয়ে শাহিনের অবসাদ নিয়ে তেড়েফুঁড়ে ওঠেন মহেশ ভাট! পুরনো ভিডিও ভাইরাল হতেই শুরু ট্রোল

বাংলাহান্ট ডেস্ক: রিয়া চক্রবর্তীর সঙ্গে নাম জড়ানো ও নেপোটিজম বিতর্ক উঠে আসায় নেটিজেনের তীব্র ক্ষোভের মুখে পড়েছেন মহেশ ভাট (mahesh bhatt) ও আলিয়া ভাট (alia bhatt)। পরিচালকের পুরনো কীর্তি থেকে শুরু করে বিতর্কিত বক্তব‍্য, সবকিছুই নতুন করে ভাইরাল (viral) হচ্ছে।

এমন অবস্থায় ফের একটি পুরনো ভিডিও (video) ভাইরাল (viral) হয়েছে ভাট পরিবারের যেখানে অত‍্যন্ত উত্তেজিত অবস্থায় দেখা গিয়েছে মহেশ ভাটকে। বর্তমান সমাজকে ‘অসুস্থ’ বলে মন্তব‍্য করতে শোনা যায় তাঁকে। সেই ভিডিও আরও একবার ভাইরাল হয়েছে এবং বলা বাহুল‍্য নেটিজেনরাও ফের তুলোধনা শুরু করেছে ভাট পরিবারের।

826569 aliabhatt sonirazdan sensitiveactor

গত বছরের শেষের দিকে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশ ভাট, সোনি রাজদান, পূজা ভাট, শাহিন ভাট সকলেই। এমনকি ক্যামেরা কাঁধে ছিল পাপরাৎজিও। তাও সকলের সামনেই বাবাকে ধমকে ওঠেন আলিয়া। চুপ করতে বললেন বর্ষীয়ান পরিচালক মহেশ ভাটকে।

আসলে দিদি শাহিন ভাটের লেখা ‘আই হ্যাভ নেভার বিন (আন)হ্যাপিয়ার’ বইটির প্রকাশের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পুরো ভাট পরিবার। সেখানেই এক সাংবাদিকের প্রশ্নে আচমকাই রেগে যান মহেশ ভাট। তাঁকে বলতে শোনা যায়, “এই অসুস্থ সমাজ যেখানে সবরকম অসুস্থতা ও নিষ্ঠুরতাকে সায় দেওয়া হয় সেখানে আমার মেয়ে ভাল থাকবে কী করে”।

কথা বলতে বলতে বেশ উত্তেজিত হয়ে পড়েন পরিচালক। এদিকে উত্তেজনার বশে বাবার শরীর খারাপ হতে পারে এই চিন্তায় তাঁকে চুপ করতে বলেন আলিয়া। কিন্তু তাঁকে পরোয়া না করেই নিজের মতামত ব্যক্ত করতে থাকেন মহেশ ভাট। এমনকি স্ত্রী সোনি রাজদানের বারণকেও তোয়াক্কা করেন না তিনি। তখন আলিয়াকে বলতে শোনা যায়, “আমি সাবধান করেছিলাম আগেই। জানতাম এটাই হবে।”

পরে অবশ্য মহেশ ভাট চুপ করলে আলিয়া মজার ছলে বলেন, এখন তাঁর কথা বলা বারণ। মহেশ ভাট-কন্যা শাহিনের এই বইতে নিজের অবসাদের সঙ্গে লড়াইয়ের কথা উল্লেখ করেছেন শাহিন। বই প্রকাশ অনুষ্ঠানে দিদির অবসাদের কথা শুনে চোখের জল ধরে রাখতে পারেননি আলিয়া।

https://www.instagram.com/p/B5xE_HsnkUK/?igshid=f07yikhxpbu8

 

এই ভিডিও আবারও ভাইরাল হতেই কাঠগড়ায় তোলা হয়েছে মহেশ ভাটকে। নেটিজেনরা বলছেন, নিজের মেয়ের অবসাদ নিয়ে এত চিন্তিত তিনি, অথচ দিনের পর দিন সুশান্তের চিকিৎসকের সঙ্গে মিলে তাঁর ক্ষতি করে এসেছেন। আরও কয়েকজন বলেছেন, সমাজ অসুস্থ নয়। অসুস্থ তিনি নিজে। তাঁর মানসিক চিকিৎসা দরকার বলেও মন্তব‍্য করেছেন অনেকে।


Niranjana Nag

সম্পর্কিত খবর