প্রিয়াঙ্কার সঙ্গে প্রেম-বিয়ের গুঞ্জন, স্ত্রী গৌরীকে ঠকানো নিয়ে মুখ খুলেছিলেন শাহরুখ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: তারকাদের জীবন বিতর্কে ভরা। এমনকি স্বয়ং কিং খানও (Shahrukh Khan) বিতর্ক থেকে অব‍্যাহতি পাননি। ব‍্যক্তিগত জীবনে একাধিক বার বিভিন্ন কারণে আঙুল উঠেছে শাহরুখের দিকে। এমনকি দীর্ঘদিনের জীবনসঙ্গিনী গৌরী খানকে (Gauri Khan) ঠকানোর অভিযোগও উঠেছিল। প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে নাম জড়িয়েছিল শাহরুখের। এমনিতে বিষয়টা নিয়ে মৌনতা অবলম্বন করলেও একবার মুখ খুলতে বাধ‍্য হয়েছিলেন অভিনেতা।

গৌরীকে কি কোনোদিন ঠকিয়েছেন তিনি? এক সাক্ষাৎকারে এই প্রশ্নটার মুখেই পড়েছিলেন শাহরুখ। উত্তরে খুব শান্ত গলায় তিনি বলেন, “আমি ঠকাই না। কোনোদিন আমার ইচ্ছাও হয়নি কাউকে আর্থিক, মানসিক বা প্রেমের দিক দিয়ে ঠকাবো। তবে এর মানে এই নয় যে আমি নীতিগত ভাবে খুব আদর্শ একজন মানুষ। আমার মনে হয় ঠকানোটা খুব ঘৃণ‍্য একটা কাজ।”


শাহরুখ আরো বলেন, তিনি কাউকে না বলতে পারেন না। এটাই সবথেকে বড় সমস‍্যা। কয়েকদিনের জন‍্য কারোর সঙ্গে যৌন সম্পর্ক করে তারপর তাদের সঙ্গে সম্পর্ক ভেঙে ফেলতে তিনি পারেন না। তাঁর অস্বস্তি হয়। অভিনেতার মতে, ঠকানো বা পরকীয়া করার সময় তাঁর শেষ হয়ে গিয়েছে। তিনি কখনো কাউকে ঠকাননি বলে অনেকে নাকি তাঁকে সমকামীও ভাবেন বলে জানান শাহরুখ।

স্ত্রী গৌরীর কাছে নাকি তিনি প্রতিজ্ঞা করেছিলেন, স্বামীর সঙ্গে যেকোনো পার্টিতে নির্দ্বিধায় যেতে পারেন তিনি। তাঁকে কোনো সন্দেহের অবকাশই দেবেন না শাহরুখ। কোনো মহিলাই কখনো দাবি করতে পারবেন না যে গৌরীর থেকে তাঁকে বেশি ভাল কেউ চেনে।


প্রেম করে গৌরীকে বিয়ে করেছিলেন কিং খান। তাঁদের জুটি এখনো বলিউডের সবথেকে রোম‍্যান্টিক জুটিগুলির মধ‍্যে অন‍্যতম। তবুও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে শাহরুখের সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল। কিন্তু সে ব‍্যাপারে কোনোদিনই কোনো মন্তব‍্য করেননি শাহরুখ।

সম্পর্কিত খবর

X