বাংলাহান্ট ডেস্কঃ নির্ভয়া (Nirbhaya) কাণ্ডের চার ধর্ষক এখন ফাঁসির সাজা এড়াতে মরিয়া হয়ে উঠেছে। কিউরেটিভ আরজি জানাতে এবার আদালতের দ্বারস্থ হয়েছেন মুকেশের (Mukesh) আইনজীবী এম এল শর্মা। আবার মৃত্যুদণ্ডের বদলে বিনয়ের (Binoy) যাবজ্জীবন জেল হেফাজতের দাবীতে দিল্লির (Delhi) উপ রাজ্যপালের দ্বারস্থ হন বিনয় শর্মার আইনজীবী এ পি সিং।
বিনয়ের এই জামিনের আরজি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গিয়েছিল। এরপর মৃত্যুদণ্ডের জন্য নির্দেশ দেয় দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। প্রথমে ২০ মার্চ ভোর সাড়ে পাঁচটায় নির্ভয়াকাণ্ডের মূল অভিযুক্ত চার দোষীর ফাঁসি হওয়ার কথা ছিল। বিনয় শর্মার শারীরিক অবন্নতির ফলে উন্নত চিকিৎসার জন্য আদালতের কাছে আবেদন করে তাঁর আইনজীবী। দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট বিনয়ের সেই আবেদন খারিজ করে দেয়।
আদালতের দাবী, মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামীর দুশ্চিন্তা, হতাশা হতে পারে সেটাই স্বাভাবিক। তবে আদালতের তরফ থেকে সেক্ষেত্রে বিনয়ের চিকিৎসার ব্যবস্থাও সেখানে করা হচ্ছে। বিনয়ের আইনজীবী জানায়, বিনয়ের মাথায় গুরুতর আঘাত লাগার জেরে সে স্ক্রিৎজোফেনিয়ায় আক্রান্ত হয়েছে। সেই কারণে বিনয়ের উন্নতমানের চিকিৎসা প্রয়োজন।
২০১৮ সালে একবার মুকেশের প্রাণভিক্ষার দাবী খারিজ করে দিয়েছিলেন রাষ্ট্রপতি। কিন্তু মুকেশের বর্তমান আইনজীবী এম এল শর্মার বলেন, রাষ্ট্রপতি প্রাণভিক্ষার দাবী খারিজ করার সাতদিনের মধ্যেই কিউরেটিভ আরজি জানানো হয়েছিল। তবে বর্তমানে মুকেশ ফের আবার সাজা পরিবর্তনের দাবী জানায়। তাঁর এই সাজা পরিবর্তনের দাবী ঠিক কিভাবে দেখবে আদালত, সেই দিকে তাকিয়ে আছে সকলে।