বাংলাহান্ট ডেস্ক : চিংড়িহাটা মেট্রো (Kolkata Metro) নিয়ে জট যেন কাটতেই চাইছে না। আগামীকাল শুক্রবার থেকে চিংড়িঘাটা মেট্রোর বাকি অংশে কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এবারে তাতে দেখা গেল গণ্ডগোল। শুক্রবার থেকে মেট্রোর (Kolkata Metro) কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তা নিয়ে এবার দেখা দিয়েছে অনিশ্চয়তা। এদিন থেকে আদৌ কাজ শুরু করা যাবে কিনা তা বলা যাচ্ছে না নিশ্চিত করে।
চিংড়িঘাটা মেট্রোর (Kolkata Metro) কাজ শুরু হওয়া নিয়ে ফের সমস্যা
চলতি সপ্তাহে একাধিক কারণে শহরে ট্র্যাফিকের পরিস্থিতি বদল হতে পারে। আগামীকাল থেকে ইডেনে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট। সম্প্রতি দিল্লি বিষ্ফোরণের পর এই টেস্ট ঘিরে নিরাপত্তার কড়াকড়ি বেড়েছে। অন্যদিকে রবিবার শহরে একটি ম্যারাথনও রয়েছে। পাশাপাশি চলতি সপ্তাহের শেষেও বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু। এমতাবস্থায় চিংড়িঘাটায় মেট্রোর (Kolkata Metro) কাজের জন্য ট্রাফিক ব্লক করলে বড়সড় যানজটের সৃষ্টি হতে পারে।

পেছোতে পারে মেট্রোর কাজ: শহরে ট্রাফিক কন্ট্রোলের ক্ষেত্রে চিংড়িঘাটা মোড় যথেষ্ট গুরুত্বপূর্ণ। এখানে মেট্রোর কাজের এলাকায় একটি নতুন রাস্তা তৈরি করে দেওয়ার কথাও রয়েছে RVNL এর। ট্রাফিক ব্লক করার আগে ওই রাস্তা তৈরি করার শেষ মুহূর্তের কাজ সম্পূর্ণ করা প্রয়োজন বলে মনে করছেন নির্মাতারা। সেই কারণেই মেট্রোর (Kolkata Metro) বাকি থাকা কাজটা একটু পিছিয়ে দিতে চাইছেন কলকাতা ট্রাফিক পুলিশ।
আরও পড়ুন : TRP তালিকায় বিরাট অঘটন, বর্ষপূর্তিতেই প্রথম স্থান খোয়াল ‘পরিণীতা’! দুরন্ত কামব্যাক এই মেগার
কী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বৈঠকে: উল্লেখ্য, কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের কাজ সম্পূর্ণ করতে চিংড়িঘাটা এলাকার (Kolkata Metro) ৩৬৬ মিটার রাস্তা জুড়তে হবে। এ নিয়ে জট কাটাতে ৯ সেপ্টেম্বর সব পক্ষ বৈঠকে বসে হাইকোর্টের নির্দেশে। ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, উৎসব মিটলে নভেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের সপ্তাহান্তে অর্থাৎ শুক্রবার থেকে রবিবার রাত পর্যন্ত ট্রাফিক ব্লক করে বাকি থাকা কাজ শেষ করবে RVNL।
আরও পড়ুন : ভুলে যাবেন Fixed Deposit! এই ৫ টি স্কিমে বিনিয়োগ করলেই আর নেই চিন্তা, হবে টাকার বৃষ্টি
ওই সিদ্ধান্তে সায় ছিল কলকাতার হাইকোর্টের। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে শুক্রবার থেকে মেট্রোর কাজ শুরু হওয়ার সম্ভাবনা কম। এবার এ বিষয়ে রাজ্য প্রশাসনের নতুন নিয়ম মেট্রো কর্তৃপক্ষ মেনে নেন কিনা সেটাই দেখার অপেক্ষা।












