বাংলাহান্ট ডেস্ক : বছরের শুরুতেই দেশবাসীর জন্য পরপর চমক নিয়ে আসছে ভারতীয় রেল (Indian Railways)। বন্দে ভারত স্লিপারের পর এবার আত্মপ্রকাশ করতে চলেছে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন। আগেই ট্রেনটির ইঞ্জিনের ট্রায়াল রান সম্পন্ন হয়েছিল। এবার গোটা ট্রেনটিরই পরীক্ষামূলক দৌড় সম্পন্ন হয়েছে সফল ভাবে। বৃহস্পতিবার হরিয়ানার জিন্দ থেকে সোনিপথ পর্যন্ত হয়েছে ট্রেনের ট্রায়াল রান। এরপরেই শোনা যাচ্ছে, নতুন বছরের শুরুতেই হাইড্রোজেন ট্রেন চালুর সম্ভাবনা বেড়ে গিয়েছে।
হাইড্রোজেন ট্রেনের (Indian Railways) সফল ট্রায়াল রান
ট্রায়াল রানে প্রায় ১ ঘন্টা ৫১ মিনিটের পথ অতিক্রম করেছে হাইড্রোজেন ট্রেনটি। এই যাত্রায় গতি এবং হর্সপাওয়ার মূলত এই দুটি বিষয়ই দেখার ছিল। আর প্রতিটি বিভাগেই পাশ করেছে ট্রেনটি। তাতেই ট্রেনের পরিষেবা দ্রুত চালু হওয়ার আশা আরও বেড়েছে।

কী কী থাকছে ট্রেনে: ভারতীয় রেল (Indian Railways) সূত্রে খবর, ট্রেনটি বিশ্বের দীর্ঘতম ব্রডগেজ হাইড্রোজেন ট্রেনগুলির মধ্যে একটি হতে চলেছে। জার্মানি এবং চিনা প্রযুক্তি ব্যবহার করে দেশের মাটিতেই তৈরি করা হয়েছে ট্রেনটি। এতে থাকছে দুটি ড্রাইভিং পাওয়ার কার। পাশাপাশি আটটি যাত্রীবাহী কোচ সহ মোট দশটি কোচ থাকবে এই ট্রেনে। এই দুটি পাওয়ার কারে প্রায় ২৪০০ কিলোওয়াটের শক্তি থাকছে, যার ফলে বিশ্বের সবথেকে শক্তিশালী হাইড্রোজেন ট্রেনগুলির মধ্যে একটি হতে চলেছে ভারতের এই নতুন ট্রেন।
হাইড্রোজেন চালিত ট্রেন: জানা যাচ্ছে, জিন্দে নির্মিত একটি হাইড্রোজেন প্ল্যান্ট থেকে এই ট্রেনের (Indian Railways) জন্য হাইড্রোজেন জোগান দেওয়া হবে। প্ল্যান্টটি সচল রাখতে ১১ কেভি বিদ্যুৎ সরবরাহ করা হবে। আরও জানা যাচ্ছে, মেট্রোর মতোই এই ট্রেনেরও প্রতিটি কোচের পাশে দুটি করে দরজা থাকবে। আলো, পাখার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ এয়ারকন্ডিশনের ব্যবস্থাও থাকছে।
আরও পড়ুন : গঙ্গাসাগর মেলা স্পেশ্যাল, ভিড় সামলাতে চলবে রোজ ১৮ টি গ্যালোপিং লোকাল, প্রকাশ্যে সময়সূচী
ট্রেন চালু হওয়ার আগে মেট্রোর মতোই দরজা বন্ধ করে দেওয়া হবে। ট্রেনটির ওজন ৩৬০ কেজি হলেও ঘন্টায় প্রায় ১৮০ কিমি বেগে ছুটতে পারবে। তবে একটুও শব্দ হবে না। প্রাথমিক ভাবে ঘন্টায় ১১০ কিমি বেগে ট্রেনটি ছুটবে বলে জানা যাচ্ছে।












