শুক্র থেকেই চালু পরিষেবা, নতুন তিন রুটে প্রথম ও শেষ মেট্রো কখন? জানাল কর্তৃপক্ষ

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : আগামীকাল কলকাতার জন্য একটি বড় দিন। একসঙ্গে তিন তিনটি মেট্রো (Kolkata Metro) রুটের উদ্বোধন হতে চলেছে এদিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে হাওড়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ, কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন হয়ে বেলেঘাটা এবং নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর- এই তিনটি রুট। ইতিমধ্যেই মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হয়েছে নতুন মেট্রো রুটগুলির সময়সূচী।

নতুন মেট্রো (Kolkata Metro) রুটগুলিতে কখন মিলবে পরিষেবা?

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরেই যাত্রী পরিষেবা শুরু হবে নতুন রুটগুলিতে। মেট্রোর (Kolkata Metro) তরফে প্রকাশ করা বিজ্ঞপ্তি বলছে, সকাল সাড়ে ছটা থেকে পরিষেবা চালু হয়ে যাবে হাওড়া-সেক্টর ফাইভ রুটে। শেষ মেট্রো (Kolkata Metro) রাত ১০ টা ১৯ এ। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন হয়ে বেলেঘাটা পর্যন্ত রুটে মেট্রো পরিষেবা মিলবে সকাল ৮ টা থেকে রাত ৮ টা ২৮ পর্যন্ত।

When will Kolkata Metro new routes service start

মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান কত: অন্যদিকে নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর রুটে প্রথম মেট্রো (Kolkata Metro) মিলবে সকাল ৭ টা ৫৮ মিনিটে। পরিষেবা চলবে রাত ৮ টা ১০ পর্যন্ত। তবে কত সময়ের অন্তর মেট্রো পরিষেবা মিলবে তা এখনও জানা যায়নি। তবে যেহেতু হাওড়া এবং বিমানবন্দরের মতো রুট যথেষ্ট ব্যস্ত, তাই মনে করা হচ্ছে ঘন ঘনই পাওয়া যাবে মেট্রো (Kolkata Metro)।

আরও পড়ুন : পুজোয় চমকাবে ভাগ্য, টানা ৬ দিন ধরে নিম্নমুখী দাম, অগাস্টেই রেকর্ড সস্তা হবে সোনা?

প্রকাশিত ভাড়ার তালিকা: আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে মেট্রো (Kolkata Metro) পরিষেবা চালু হচ্ছে নতুন রুটগুলিতে। তবে সপ্তাহান্তে অর্থাৎ শনি এবং রবিবার এই রুটে কোনও মেট্রো চলাচল করবে না। সোমবার থেকে ফের চালু হবে পরিষেবা। এর আগে তিনটি রুটে ভাড়ার তালিকাও প্রকাশ করেছে কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ।

আরও পড়ুন : টিকিটের নো চিন্তা, উৎসবের মরশুমে রেলের ধামাকা, ১২০০০ স্পেশ্যাল ট্রেনের ঘোষণা রেলমন্ত্রীর

সর্বনিম্ন ভাড়া রাখা হয়েছে ৫ টাকা, যা বিমানবন্দর থেকে যশোর রোড পর্যন্ত। এরপর বিমানবন্দর থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত ১০ টাকা, বিমানবন্দর – নোয়াপাড়া পর্যন্ত ২০ টাকা ভাড়া করা হয়েছে। বিমানবন্দর – চাঁদনি চক বা এসপ্ল্যানেড পর্যন্ত ৪০ টাকা, বিমানবন্দর থেকে কবি সুভাষ পর্যন্ত ৪৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। বিমানবন্দর – রুবি স্টেশন (হেমন্ত মুখোপাধ্যায়) পর্যন্ত ৬৫ টাকা, বিমানবন্দর – হাওড়া পর্যন্ত ৫০ টাকা এবং  বিমানবন্দর – সেক্টর ৫ বা করুণাময়ী মেট্রো স্টেশন (Kolkata Metro) পর্যন্ত ৭০ টাকা ভাড়া ঠিক করা হয়েছে।