বাংলাহান্ট ডেস্ক : চলতি সপ্তাহেই শুরু হওয়ার কথা ছিল নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো (Kolkata Metro) রুটের চিংড়িঘাটা অংশে আটকে থাকা কাজ। কিন্তু কথা থাকলেও সেই কাজ শুরু করা যায়নি এদিন। কারণ মেলেনি কলকাতা ট্রাফিক পুলিশের ছাড়পত্র। এমতাবস্থায় কবে শুরু হবে আটকে থাকা অংশের কাজ?
চিংড়িঘাটা মেট্রোর (Kolkata Metro) কাজে মেলেনি ছাড়পত্র
কলকাতা মেট্রোর (Kolkata Metro) মোট অরেঞ্জ লাইনে আটকে রয়েছে চিংড়িঘাটা অংশের কাজ। এই কাজের জন্যই ১৪ থেকে ১৬ নভেম্বর এবং ২১ থেকে ২৩ নভেম্বর এখানে ট্রাফিক ব্লক থাকার কথা ছিল। কিন্তু ইডেনে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট। সম্প্রতি দিল্লি বিষ্ফোরণের পর এই টেস্ট ঘিরে নিরাপত্তার কড়াকড়ি বেড়েছে। অন্যদিকে রবিবার শহরে একটি ম্যারাথনও রয়েছে। পাশাপাশি চলতি সপ্তাহের শেষেও বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু। এমতাবস্থায় চিংড়িঘাটায় মেট্রোর (Kolkata Metro) কাজের জন্য ট্রাফিক ব্লক করলে বড়সড় যানজটের সৃষ্টি হতে পারে।

চলতি সপ্তাহে কাজ হওয়ার কথা ছিল: তাই দু দফায় ট্রাফিক ব্লকের অনুমতি দেওয়া সম্ভব হয়নি বলে খবর সূত্রের। পালটা কলকাতা ট্রাফিক পুলিশের তরফে টানা ছদিন রাতে চিংড়িঘাটায় যান চলাচল নিয়ন্ত্রণ করে মেট্রোর কাজ করার পক্ষে সওয়াল করা হয়েছে। কলকাতা মেট্রোর (Kolkata Metro) মুখ্য জনসংযোগ আধিকারিক এ বিষয়ে বলেন, কলকাতা পুলিশের থেকে এখনও ছাড়পত্র মেলেনি। তবে আগামী সপ্তাহেই ছাড়পত্র পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন : এনুমারেশন ফর্মের আশায় বসে রয়েছেন? অনলাইনে কীভাবে করবেন ফর্ম ফিলাপ? জেনে নিন ধাপে ধাপে পদ্ধতি
কেন মেলেনি অনুমতি: সূত্রের খবর অনুযায়ী, চিংড়িঘাটা ক্রসিংয়ে প্রথম দফার ট্রাফিক ব্লক (Kolkata Metro) শুরুর আগে অরেঞ্জ লাইনের দায়িত্বপ্রাপ্ত এজেন্সি রেল বিকাশ নিগম লিমিটেডকে কলকাতা পুলিশের তরফে জানানো হয়, এ সপ্তাহে চিংড়িঘাটা এলাকায় যান চলাচলের অনুমতি দেওয়া যাবে না।
আরও পড়ুন : এনডিএর জয় উদযাপন করতে গিয়ে বাংলায় আক্রান্ত বিজেপি! তৃণমূলের বিরুদ্ধে সরব ক্ষুব্ধ সুকান্ত মজুমদার
দিল্লি হামলার পরেই ইডেনে টেস্ট উপলক্ষে মোতায়েন হয়েছে বাড়তি নিরাপত্তা। দুই দলের সদস্যরা হোটেল থেকে ইডেনে পৌঁছাবেন মা ফ্লাইওভার দিয়ে। তাই নিরাপত্তার খাতিরে এ সপ্তাহে দেওয়া যাবে না ট্রাফিক ব্লকের অনুমতি। উল্লেখ্য, বেলেঘাটা এবং গৌরকিশোর ঘোষ স্টেশনের মধ্যবর্তী অংশ না জুড়লে অরেঞ্জ লাইনের মেট্রো বেলেঘাটা পেরিয়ে সল্টলেকের রুট ধরতে পারবে না। এ সপ্তাহে সেই কাজের অনুমতি না মিললেও আগামী সপ্তাহে ছাড়পত্র মিলবে বলেই আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ।












