শহিদ ক্ষুদিরাম স্টেশনে বড় বদল, রবিবার কতক্ষণ বন্ধ থাকবে মেট্রো? এল নতুন আপডেট

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : কলকাতা মেট্রোর (Kolkata Metro) ব্লু লাইনে কবি সুভাষ স্টেশন বন্ধ রয়েছে বেশ কিছুদিন হয়ে গেল। এর মাঝেই জানা গিয়েছে শহিদ ক্ষুদিরাম স্টেশনও বন্ধ রাখা হবে রবিবারে। তবে এবার সেই নির্ধারিত সময়ে কিছুটা বদল আনা হয়েছে। কলকাতা মেট্রোর (Kolkata Metro) তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে এই বদল সম্পর্কে।

রবিবার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো (Kolkata Metro) চলাচল বন্ধ

টার্ন আউট বসানো হবে শহিদ ক্ষুদিরাম মেট্রো (Kolkata Metro) স্টেশনে। সেই কাজ নির্ধারিত সময়ের ২০ মিনিট আগেই শেষ করা হবে বলে জানা গিয়েছে। এই কাজের জন্য আগে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল, রবিবার বিকেল চারটে পর্যন্ত বন্ধ থাকবে মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত মেট্রো (Kolkata Metro) চলাচল বন্ধ থাকবে। তবে কাজ আগে শেষ হয়ে যাওয়ায় সেই সময় কিছুটা কমানো হবে বলে জানানো হয়েছে শনিবার।

When will Kolkata Metro service start in shahid khudiram on Sunday

কখন চলবে মেট্রো: কলকাতা মেট্রোর (Kolkata Metro) তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে প্রথম মেট্রো (Kolkata Metro) চলবে দুপুর ৩ টে ৪০ মিনিটে। উল্লেখ্য, কলকাতা মেট্রোর ব্লু লাইনের ডাউন লাইনে কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ থাকায় বর্তমানে প্রান্তিক স্টেশন হিসেবে কাজ করছে শহিদ ক্ষুদিরাম স্টেশন। তবে শহিদ ক্ষুদিরাম স্টেশনটিতে প্রান্তিক স্টেশনের পরিকাঠামো না থাকায় এই লাইনে প্রায়ই মেট্রো (Kolkata Metro) চলাচলে বিঘ্ন ঘটছে। এই পরিস্থিতিতে মেট্রো কর্তৃপক্ষ সম্প্রতি সিদ্ধান্ত নেন অনেক মেট্রো পরিষেবার শহিদ ক্ষুদিরাম পর্যন্ত নয়, বরং চলবে দক্ষিণেশ্বর-টালিগঞ্জের মধ্যে।

আরও পড়ুন : উইকেন্ডে পুজোর বাজার মাটি করবে বৃষ্টি! আপনার শহরে আগামীকাল কেমন থাকবে আবহাওয়া?

কী কাজ হচ্ছে স্টেশনে: এতদিন পর্যন্ত ডাউন লাইনে কবি সুভাষ স্টেশনে যাত্রীদের নামিয়ে সেই মেট্রো আবার লাইন বদল করে আপ প্ল্যাটফর্মে এসে দমদম-দক্ষিণেশ্বরের দিকে যেত। এতদিন আপ এবং ডাউন লাইন বদলের ব্যবস্থা শহিদ ক্ষুদিরামে ছিল না। সেই ব্যবস্থাই এবার এই স্টেশনে বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সেই কারণেই রবিবার মেট্রো (Kolkata Metro) চলাচল এই স্টেশনে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

আরও পড়ুন : বিধায়ক ‘ডুমুরের ফুল’? দেখাই মেলে না এলাকায়, উত্তরপাড়ায় ফের বিক্ষোভের মুখে কাঞ্চন

উল্লেখ্য, রবিবার দক্ষিণেশ্বরের উদ্দেশে টালিগঞ্জ থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭ টা নাগাদ। তবে এদিকে শেষ মেট্রোর সময়ে কোনও বদল হচ্ছে না। মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন বোর্ডের পরীক্ষার জন্য চালানো হবে বিশেষ মেট্রো (Kolkata Metro)। এদিন সকাল সাতটায় টালিগঞ্জ স্টেশন থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত চলবে একটি মেট্রো (Kolkata Metro)। পাশাপাশি গ্রিন লাইনে সকাল নটার বদলে সকাল আটটায় প্রথম মেট্রো চলবে।