বাংলাহান্ট ডেস্ক : টলিপাড়ার ‘হ্যাপেনিং জুটি’ বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee)। ডুবে ডুবে জল খাওয়া নয়, বুক ঠুকে প্রেম করেন দুজনে। তাঁদের প্রেম সর্বজনবিদিত ইন্ডাস্ট্রিতে। কিন্তু একটাই প্রশ্ন অনুরাগীদের, কবে বিয়ে করবেন বনি কৌশানী (Koushani Mukherjee)? দীপাবলিতে আবারও উঠে গেল একই প্রশ্ন। উসকে দিলেন অভিনেতা রাহুল মজুমদার। অভিনেত্রীর বাড়ির পুজোয় এসে তিনি আবদার জোড়েন, এবার বিয়ে করতেই হবে জুটিকে।
কবে বিয়ে করছেন বনি কৌশানী (Koushani Mukherjee)?
রসিকতা করে রাহুল বলেন, বনি কৌশানীকে (Koushani Mukherjee) তাঁরা বিবাহিত বলেই মনে করেন। পালটা অভিনেত্রী বলেন, রাহুল নিজে বিয়ে করে হাবুডুবু খাচ্ছেন বলে তাঁদেরও দলে টানার চেষ্টায় রয়েছেন। বিয়ের কথাটা সেলেব জুটি এড়িয়ে গেলেও অবশেষে এ বিষয়ে মুখ খুলেছেন বনির মা পিয়া সেনগুপ্ত। কৌশানীকে (Koushani Mukherjee) বৌমা করে কবে আনছেন বাড়িতে?
কী জানালেন পিয়া: বিয়ের ব্যাপারে অবশ্য কৌশানীর (Koushani Mukherjee) পক্ষেই রয়েছেন পিয়া। তাঁর কথায়, পেশাগত জীবনে কৌশানীর এখন বেশ সুসময় যাচ্ছে। পরপর নামী পরিচালকদের ছবিতে কাজ করছেন তিনি। বাড়ছে জনপ্রিয়তা। এখন দম ফেলার ফুরসত নেই তাঁর। পিয়া বলেন, কৌশানী (Koushani Mukherjee) তাঁর কাছে নিজের মেয়ের মতোই। নিজের মেয়ের পেশাগত ক্ষেত্রে উন্নতির সময় কি বিয়ের মতো দায়িত্ব কাঁধে চাপাতে পারতেন? তাহলে কৌশানীর ক্ষেত্রেই বা কী করে পারেন?
আরও পড়ুন : এসি লোকাল নিয়েই ‘বাড়াবাড়ি’, নিত্য ট্রেন লেট, রেলের উপরে তিতিবিরক্ত নিত্যযাত্রীরা
বনিও ব্যস্ত কাজে: অবশ্য শুধু কৌশানী (Koushani Mukherjee) নন। পিয়ার কথায়, বনিও কাজ করছেন। এটাই তাঁদের ভবিষ্যৎ গুছিয়ে নেওয়ার সময়। তাহলে বিয়েটা কবে হবে? পিয়ার সাফ জবাব, বনি কৌশানী নিজেরা যেদিন মনে করবেন যে এবার বিয়ে করবেন, সেদিনই তিনিও উদ্যোগ নেবেন।
আরও পড়ুন : বাংলাহান্টের কালীপুজোর তৃতীয় বর্ষে শুভেন্দু অধিকারী, সাধুবাদের সঙ্গে দিলেন সৎপথে লড়ার বার্তা
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বেশ কিছু ছবি, সিরিজে কাজ করতে দেখা গিয়েছে বনি কৌশানীকে। ‘আবার প্রলয়’, ‘বহুরূপী’, ‘কিলবিল সোসাইটি’তে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।