শামির মাঠে ফেরা নিয়ে ফের আশঙ্কা! কি পরিকল্পনা BCCI-এর? অবশেষে সামনে এল বড় আপডেট

বাংলা হান্ট ডেস্ক: বিগত বেশ কয়েক মাস ধরে ক্রিকেটের মাঠ থেকে দূরে রয়েছেন টিম ইন্ডিয়ার তারকা ফাস্ট বোলার মহম্মদ শামি (Mohammed Shami)। মূলত, চোটের কারণেই তিনি দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছেন। তবে, তিনি কবে কামব্যাক করবেন সেই প্রসঙ্গে এবার আপডেট সামনে এসেছে। যদিও, সেখানেও রয়েছে অনিশ্চয়তার মেঘ। প্রথমে মনে করা হচ্ছিল যে, আগামী অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে মহম্মদ শামি ফিরে আসবেন। কিন্তু এখন এই ফাস্ট বোলারকে ঘিরে ফের সংশয় দেখা দিয়েছে। রঞ্জি ট্রফির জন্য বাংলার সম্ভাব্য ৩১ জন খেলোয়াড়ের তালিকায় অন্তর্ভুক্ত হওয়া সত্বেও, মহম্মদ শামি (Mohammed Shami) আদৌ খেলবেন কি না সেই বিষয়ে শুরু হয়েছে জল্পনা।

কবে ফিরবেন শামি (Mohammed Shami):

জানিয়ে রাখি যে, আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে চলা বর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের জন্য মহম্মদ শামিকে ফিট হিসেবে পেতেই পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। ২০২৩ সালের ODI বিশ্বকাপ ফাইনালের পর থেকে ক্রিকেট থেকে দূরে রয়েছেন মহম্মদ শামি (Mohammed Shami)। ২০২৩ বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়া এই বোলারের গোড়ালির অস্ত্রোপচার হয়েছে। তবে, তিনি সেই চোট থেকে সেরে উঠছেন। মহম্মদ শামি NCA-তে কঠোর পরিশ্রমও করছেন। তবে ম্যাচের জন্য ফিট হতে তাঁর কিছুটা সময় লাগবে। এর মানে মহম্মদ শামি দলীপ ট্রফি এবং ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজ দু’টোতেই খেলতে পারবেন না।

   

When will Mohammed Shami return to the field.

মিলেছে সর্বশেষ আপডেট: এর আগে বিভিন্ন রিপোর্টে জানা গিয়েছিল, মহম্মদ শামি রঞ্জি ট্রফিতে অন্তত একটি ম্যাচ খেলবেন। কিন্তু এমনটা হলে ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টেস্টের জন্য তিনি সময়মতো পৌঁছতে পারবেন না। এখন খবর অনুযায়ী, মহম্মদ শামির (Mohammed Shami) নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে খেলতে না পারার জোরালো সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ১,২০০ কোটির মালিক, রয়েছে ৪০০ টি গাড়ি! তবুও করেন নাপিতের কাজ, চমকে দেবে রমেশের কাহিনি

কি চাইছে BCCI: এদিকে, BCCI চায় মহম্মদ শামি (Mohammed Shami) সময়মতো ফিট হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলার জন্য প্রস্তুত থাকুন। টিম ইন্ডিয়ার মূল ফোকাস এই বছরের শেষের দিকে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। অস্ট্রেলিয়া WTC স্ট্যান্ডিংয়ে দ্বিতীয় স্থানে থাকায় এই দুই দলের মধ্যে দারুণ লড়াই হবে।

আরও পড়ুন: “আপনার ছেলে রাজনীতিবিদ নয়, কিন্তু…”, জয় ICC চেয়ারম্যান হতেই অমিত শাহকে তীব্র কটাক্ষ মমতার

শামি পুরো শক্তি নিয়ে খেলবেন: মহম্মদ শামি (Mohammed Shami) তাঁর ফিটনেসের বিষয়ে এভাবেই গভীর মনোযোগ দিতে থাকলে আগামী দিনে তা টিম ইন্ডিয়ার জন্য ইতিবাচক প্রমাণিত হবে। ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজে ঝুঁকি নেওয়ার পরিবর্তে সময় নিয়ে রঞ্জি ট্রফির প্রথম দু’টি ম্যাচে তাঁর ফিটনেসকে শক্তিশালী করাই বুদ্ধিমানের কাজ হবে। এর পরে টিম ইন্ডিয়া যখন অস্ট্রেলিয়া যাবে, মহম্মদ শামি পুরো শক্তি নিয়ে খেলতে পারবেন বলে অনুমান করা হচ্ছে। এদিকে, শামি, বুমরাহ এবং সিরাজের ফাস্ট বোলিং বিভাগ থেকে টিম ইন্ডিয়া আশা করবে যে তাঁরা সবাই তাঁদের সেরা ফর্মে থাকবেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর