বাংলাহান্ট ডেস্ক : চার মাস অতিক্রান্ত। এখনও কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি কিষাণ সম্মান নিধি যোজনার (PM Kisan Samman Nidhi) ২০ তম কিস্তির টাকা। বহু কৃষকই এই অর্থের জন্য অপেক্ষা করে রয়েছেন। তাদের জন্য এবার এল সুখবর। খবর অনুযায়ী, ২ রা অগাস্ট ২০২৫ সালে দেওয়া হতে পারে ২০ তম কিস্তির টাকা। এই দিনই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে শুরু হবে অর্থ স্থানান্তর প্রক্রিয়া।
কিষাণ সম্মান যোজনার (PM Kisan Samman Nidhi) পরবর্তী কিস্তি নিয়ে বড় আপডেট
জানা যাচ্ছে, ২ রা অগাস্ট বারাণসী সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকেই কিষাণ যোজনার (PM Kisan Samman Nidhi) সাম্প্রতিক কিস্তির টাকা দেওয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও সরকারি ভাবে এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।
কবে চালু হয় এই প্রকল্প: উল্লেখ্য, কিষাণ সম্মান নিধি যোজনার (PM Kisan Samman Nidhi) ১৯ তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল চলতি বছরের ২৪ শে ফেব্রুয়ারি। তারপর থেকে চার মাসেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। তাই পরবর্তী কিস্তির ২০০০ টাকার জন্য অপেক্ষায় রয়েছেন কৃষকরা। প্রসঙ্গত, ২০১৮ সালের ১ লা ডিসেম্বর চালু হয়েছিল কেন্দ্রীয় সরকারের এই বিশেষ কৃষক কল্যাণ প্রকল্প (PM Kisan Samman Nidhi)। এই প্রকল্পের আওতায় দেশের ক্ষুদ্র এবং দরিদ্র কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে।
আরো পড়ুন : হু হু করে কমল নম্বর, উলটপালট এ সপ্তাহের TRP তালিকা! প্রথম স্থান কে দখল করল?
বার্ষিক আর্থিক সহায়তা পান কৃষকরা: এই প্রকল্পের আওতায় বার্ষিক ৬০০০ টাকা প্রদান করা হয় ক্ষুদ্র এবং দরিদ্র কৃষকদের। তিনটি সমান কিস্তিতে অর্থাৎ ২০০০ টাকা করে কৃষকদের (PM Kisan Samman Nidhi) দেওয়া হয়ে থাকে। সরাসরি ডিবিটি এর মাধ্যমে এই টাকা স্থানান্তরিত করা হয় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
আরও পড়ুন : আপনার পরিচয় হাতিয়ে অজান্তেই চলছে না তো বড় ষড়যন্ত্র? বিপদে পড়ার আগেই প্যান নম্বর দিয়ে করুন এই কাজ
জানিয়ে রাখি, কিষাণ সম্মান নিধি যোজনায় নাম নথিভুক্ত করার জন্য pmkisan.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করা যাবে। আধার কার্ড, জমি বিষয়ক নথিপত্র এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ প্রয়োজন হবে এই নথিভুক্তির জন্য।