আবার শুরু অপেক্ষা! ফের কবে টিম ইন্ডিয়ার জার্সিতে মাঠে নামবেন রোহিত-বিরাট?

Published on:

Published on:

When will Rohit and Virat take to the field in Team India jerseys again?

বাংলা হান্ট ডেস্ক: সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ও শেষ ODI-তে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে জয়লাভ করেছে টিম ইন্ডিয়া (Team India)। এই জয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এই ম্যাচে রোহিত ১২৫ বলে অপরাজিত ১২১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। অন্যদিকে প্রথম দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়া বিরাট কোহলি ৮১ বলে অপরাজিত ৭৪ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন। এই দুই কিংবদন্তি খেলোয়াড় দ্বিতীয় উইকেটে অপরাজিত ১৬৮ রানের জুটি গড়েন। জানিয়ে রাখি যে, রোহিত শর্মা এবং বিরাট কোহলি টেস্ট এবং আন্তর্জাতিক T20 থেকে অবসর নিয়েছেন। তাঁরা এখন কেবল ODI-তে টিম ইন্ডিয়ার অংশ।

টিম ইন্ডিয়ায় (Team India) রোহিত-কোহলি ম্যাজিক:

এদিকে, ৫০ ওভারের ফরম্যাটেও তাঁদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় ছেয়ে গেছে। কারণ প্রধান নির্বাচক অজিত আগারকার এবং দলের (Team India) হেড কোচ গৌতম গম্ভীর ইতিমধ্যেই বলেছেন যে ২০২৭ সালের ODI বিশ্বকাপের দিকে তাকিয়েই প্লেয়ারদের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। এই আবহেই রোহিত এবং বিরাট ফের প্রমাণ করেছেন যে, তাঁদের দল থেকে বাদ দেওয়া সহজ হবে না। তবে, তাঁদের পথে সবচেয়ে বড় বাধা হল টিম ইন্ডিয়ার ODI ম্যাচে অংশগ্রহণের ক্ষমতা। যা এখন আগের তুলনায় অনেক কম সম্পন্ন হচ্ছে। এমতাবস্থায়, প্রশ্ন উঠছে যে, প্রায় ৮ মাস পর টিম ইন্ডিয়ায় ফিরে, এই দুই অভিজ্ঞ ক্রিকেটার নীল জার্সিতে আবার কখন মাঠে নামবেন?

উল্লেখ্য যে, অস্ট্রেলিয়ায় সফরের আগে, বিরাট কোহলি এবং রোহিত শর্মা শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার (Team India) হয়ে খেলেছিলেন। অস্ট্রেলিয়া সফরটি প্রায় ৮ মাস পরে সম্পন্ন হয়েছে। এই সময়ের মধ্যে, ৩৭ বছর বয়সী রোহিত শর্মা ৩৮ বছর বয়সে পা রাখলেন, আর ৩৬ বছর বয়সী বিরাট কোহলিও আগামী মাসের ৫ নভেম্বর ৩৭ বছর বয়সে পা রাখবেন। এমতাবস্থায়, রোহিত এবং বিরাটকে ফের টিম ইন্ডিয়ায় বেশ কিছুদিন পর দেখা যাবে।

আরও পড়ুন: চিনের থেকেও এগিয়ে থাকবে দেশ! শুল্কবাণের আবহেই ভারতের অর্থনীতিতে ভরসা রাখল IMF

টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়াতেই থাকবে, বিরাট এবং রোহিত ফিরে আসবেন: মূলত, টিম ইন্ডিয়ায় (Team India) রোহিত এবং কোহলির সফর সিডনি ODI-এর মাধ্যমে শেষ হয়েছে। কারণ, তাঁরা টিম ইন্ডিয়ার T20 স্কোয়াডের অংশ নন। টিম ইন্ডিয়া আগামী ২৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় T20 ম্যাচে অংশগ্রহণ করবে। যার অধিনায়ক থাকবেন সূর্যকুমার যাদব। ODI দলের যাঁরা টি-টোয়েন্টি দলের অংশ তাঁরা সেখানেই থাকবেন, বাকিরা ফিরে আসবেন। এরপরে, টিম ইন্ডিয়া দেশে ফিরে আসবে এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে। যা ২৬ নভেম্বর শেষ হবে। রোহিত এবং বিরাট ওই দলেরও অংশ হবেন না।

আরও পড়ুন: AI-র দুনিয়ায় উঠবে ঝড়! ফেসবুকের সঙ্গে মেগা ডিল মুকেশ আম্বানির, চমকে দেবে পরিকল্পনা

বিরাট এবং রোহিতকে এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ODI সিরিজে দেখা যাবে: টেস্ট সিরিজের পর, দক্ষিণ আফ্রিকা ভারতে (Team India) ৩ ম্যাচের ODI সিরিজও খেলবে। এই সিরিজটি আগামী ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত সম্পন্ন হবে। ওই ম্যাচগুলি রাঁচি, রায়পুর এবং বিশাখাপত্তনমে হবে। ওই সিরিজে বিরাট এবং রোহিত আবারও টিম ইন্ডিয়ার জার্সি পরে খেলবেন। এই বছরের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ODI সিরিজের পর, দুই কিংবদন্তি এবার ফের নিজের দেশের মাটিতে নীল জার্সিতে খেলবেন।