কবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন রোহিত? রাখঢাক না রেখে এবার জানিয়ে দিলেন হিটম্যান

বাংলা হান্ট ডেস্ক: ২০২৪-এর T20 বিশ্বকাপ জেতার পরেই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) আন্তর্জাতিক T20 থেকে অবসর গ্রহণ করেছেন। এদিকে, বর্তমানে তিনি ছুটি কাটানোর মেজাজে থাকলেও তাঁকে ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। মূলত, হিটম্যানের (Rohit Sharma) ক্রমবর্ধমান বয়সের জন্য জল্পনা চলছে যে তিনি ২০২৭-এর বিশ্বকাপের আগেই হয়তো ক্রিকেটের অন্য দু’টি ফরম্যাট থেকে অবসর নেবেন। এদিকে, ইতিমধ্যেই তাঁকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল। যার উত্তরে রোহিত জানিয়েছেন, তিনি এখনও এতদূরের কথা ভাবেননি। তবে, ভক্তরা তাঁকে অবশ্যই আরও কিছু সময় খেলতে দেখতে চাইবেন বলে জানিয়েছেন রোহিত।

রোহিতের (Rohit Sharma) পরিকল্পনা:

এদিকে, BCCI সেক্রেটারি জয় শাহ ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে রোহিত শর্মা আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (যদি ভারত পৌঁছায়) টিম ইন্ডিয়ার অধিনায়ক হবেন। এমতাবস্থায়, T20 থেকে অবসর নেওয়ার পর রোহিতের (Rohit Sharma) ODI ও টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে সব জায়গায় কথা হচ্ছে।

When will Rohit Sharma retire from international cricket.
এমন পরিস্থিতিতে, গত ১৪ জুলাই রবিবার ডালাসে একটি অনুষ্ঠান চলাকালীন, রোহিতকে (Rohit Sharma) ফের ক্রিকেট থেকে অবসর নেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। এর জবাবে ভারতীয় অধিনায়ক বলেছিলেন যে তিনি খুব বেশি সামনের কথা ভাবছেন না। তবে তাঁর এখনও অনেক কিছু করা বাকি রয়েছে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে আছে মাত্র ৩০ টি! অনন্ত আম্বানির প্রিয় এই ঘড়ির দাম জানলে আঁতকে উঠবেন

অনুষ্ঠানে রোহিত শর্মা (Rohit Sharma) বলেন, “আমি শুধু বলেছি, আমি এতদূর মনে করি না। তাই স্পষ্টতই আপনারা আমাকে আরও কিছু সময়ের জন্য খেলতে দেখবেন।” এদিকে, স্বাভাবিকভাবে রোহিতের এহেন প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে ডালাসে উপস্থিত দর্শকরা জোরে করতালি দিয়ে ভারতীয় অধিনায়কের বক্তব্যকে স্বাগত জানান। জানিয়ে রাখি যে, ক্রিকিংডম ক্রিকেট অ্যাকাডেমি উদ্বোধন করতে আমেরিকায় পৌঁছেছিলেন রোহিত।

আরও পড়ুন: উঠে গেল বিয়ের খরচ! পুত্রবধূ রাধিকা পরিবারে পা রাখতেই ঘটল চমক, ১ দিনেই ১,০০০ কোটি লাভ আম্বানির

কি জানালেন জয় শাহ: প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০২৪ সালের T20 বিশ্বকাপের শিরোপা জেতার পরে, জয় শাহ বলেছিলেন যে, “এই জয়ের পরে, পরবর্তী ধাপ হল WTC ফাইনাল এবং চ্যাম্পিয়ন্স ট্রফি।” তিনি আরও বলেন যে, “আমার সম্পূর্ণ আত্মবিশ্বাস রয়েছে যে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে আমরা এই দু’টি টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হব।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর