লেপ-কম্বল রেডি করুন, চলতি সপ্তাহেই শীতের আমেজ, বৃষ্টি কি বিদায় নিল?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : শীত জানান দিতে শুরু করেছে ইতিমধ্যেই। এবছর প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বৃষ্টিপাত (South Bengal Weather) হওয়ায় নভেম্বরের শুরু থেকেই একটা শিরশিরানি ভাব লেগে রয়েছে বাতাসে। বিশেষ করে ভোরবেলা এবং সন্ধ্যায় জেলায় জেলায় হালকা শীতের আমেজ লেগে রয়েছে। এমতাবস্থায় আগামীকাল কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)? বৃষ্টি কি পিছু ছাড়বে এবার?

বাংলা জুড়ে বজায় থাকবে শুষ্ক আবহাওয়া (South Bengal Weather)

আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, চলতি বছরে কোনও জেলাতেই কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। বাংলা জুড়ে বজায় থাকবে শুষ্ক আবহাওয়া (South Bengal Weather)। উপরন্তু কিছু জেলায় হালকা কুয়াশাও থাকতে পারে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী দুদিন তাপমাত্রার (South Bengal Weather) পারদ আর নামার সম্ভাবনা নেই।

When will temperature drop in South Bengal Weather

কবে কমবে তাপমাত্রা: আগামী সপ্তাহ থেকেই পারদ পতনের সম্ভাবনা রয়েছে। গোটা বাংলাতেই তাপমাত্রা আরও কমবে বলে জানা গিয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চলতি সপ্তাহে রবিবার থেকেই সমস্ত জেলায় তাপমাত্রা (South Bengal Weather) কমতে শুরু করবে। একধাক্কায় ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমে যাবে বলে জানা যাচ্ছে। শীতের আমেজ (South Bengal Weather) বজায় থাকবে সমস্ত জেলাতেই। তবে এখনই বাংলায় জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই বলেই খবর।

আরও পড়ুন : বিএলও-র সঙ্গে যোগাযোগ হচ্ছে না? চিন্তা নেই, অনলাইনেও হবে SIR এর ফর্ম ফিল আপ’, ধাপে ধাপে জানুন প্রক্রিয়া

উত্তর ভারতে শৈত্যপ্রবাহ: এদিকে বুধবার বিকেল থেকে গাজিয়াবাদ, দিল্লি, নয়ডা, হরিয়ানায় চলছে শৈত্যপ্রবাহ। দিল্লিতে এখন থেকেই শীতের আমেজ (South Bengal Weather) রয়েছে ভরপুর। এর মধ্যে আবার বৃষ্টির পূর্বাভাসও রয়েছে রাজধানীতে। সব মিলিয়ে বৃহস্পতিবার থেকেই তাপমাত্রা আরও কিছুটা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন : জমে উঠেছে লড়াই, সেরার মুকুট দখলের দৌড়ে এগিয়ে পরশুরাম-জগদ্ধাত্রী-পরিণীতা, কে হল টপার?

বৃহস্পতিবার দিল্লি, হরিয়ানা, পঞ্জাবে হালকা বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীরের মতো পাহাড়ি এলাকাগুলিতে রয়েছে তুষারপাতের সম্ভাবনা। মূলত পশ্চিমী ঝঞ্ঝার জেরেই তুষারপাতের সম্ভাবনা থাকছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ চলতি সপ্তাহে গোটা উত্তর ভারত জুড়েই বজায় থাকবে শীতের আমেজ।