বাংলা হান্ট ডেস্কঃ আর এক মাসও বাকি নেই আইপিএলের (IPL)। ইতিমধ্যেই আইপিএল খেলতে প্রত্যেকটি ফ্রাঞ্চাইজি দল উড়ে গিয়েছে আরব আমিরশাহীতে। কিন্তু এখনও পর্যন্ত আইপিএলের পূর্ণ সূচি প্রকাশ করেনি বিসিসিআই। আর সেই কারণে ভারতীয় ক্রিকেট মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে এখনো পর্যন্ত কেন বিসিসিআই আইপিএল এর পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করছে না? কবেই বা সেই পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করবে বিসিসিআই?
এবার এই প্রসঙ্গে মুখ খুললেন আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। তিনি জানালেন এই সপ্তাহের মধ্যেই আইপিএলে পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হবে। আইসোলেশন পর্ব নিয়ে বেশ কিছু অসুবিধা দেখা দিয়েছিল আর তাই আমিরশাহী ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করেই পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হবে বলে তিনি জানিয়েছেন।
এই বছর আমিরশাহীর তিনটি শহর শারজাত, আবুধাবি এবং দুবাইতে আইপিএলের ম্যাচ গুলি হবে। শারজাত এবং আবুধাবিতে করোনা নিয়ম শিথিল হলেও দুবাইয়ের করোনা নিয়ম বেশ কড়াকড়ি। আর সেই কারণেই আইপিএলের বেশ কয়েকটি ম্যাচ পরিবর্তনের চিন্তা ভাবনা শুরু করতে হয়েছে বিসিসিআইকে। আর তাই আইপিএলের সূচি প্রকাশ করতে দেরি হচ্ছে। তবে খুব শীঘ্রই সমস্যার সমাধান করে আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা