কবে থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন? দিনক্ষণ জানিয়ে দিল সরকার

Published on:

Published on:

When will the Parliament winter session start?
Follow

বাংলাহান্ট ডেস্ক: বঙ্গে যখন SIR প্রক্রিয়া নিয়ে সরগরম রাজনীতি, ঠিক তখনই শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন (Parliament winter session)। শনিবার সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এক্স (সাবেক টুইটার)-এ একটি পোস্ট করে জানালেন, আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে সংসদের শীতকালীন অধিবেশন, যা চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইতিমধ্যেই এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন। তবে লক্ষণীয়ভাবে, এবারের অধিবেশন মোদি সরকারের আমলের সবচেয়ে ছোট পূর্ণাঙ্গ অধিবেশনগুলির মধ্যে একটি হতে চলেছে।

শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন (Parliament winter session)

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অধিবেশন (Parliament winter session) ছোট হলেও তা হতে চলেছে যথেষ্ট গুরুত্বপূর্ণ ও বিতর্কে ঘেরা। কারণ, সরকার এই অধিবেশনে একাধিক বিতর্কিত বিল পেশ করার পরিকল্পনা নিয়েছে বলে সূত্রের খবর। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ‘এক দেশ, এক নির্বাচন’ বিল, যা দেশজুড়ে একই সঙ্গে লোকসভা ও রাজ্য বিধানসভা নির্বাচনের প্রস্তাব দেয়। পাশাপাশি, আরেকটি সংবিধান সংশোধনী বিলও পেশ হতে পারে—যা প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের পদচ্যুতির প্রক্রিয়া নির্ধারণ নিয়ে তৈরি করা হচ্ছে। এই দুটি বিল নিয়েই সংসদের দুই কক্ষেই প্রবল বিতর্কের আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন:ভূস্বর্গে জারি “অপারেশন পিম্পল”! সেনার গুলিতে নিকেশ ২ জঙ্গি, জোরকদমে চলছে তল্লাশি অভিযান

তবে সংসদীয় প্রক্রিয়ার দিক থেকে দেখলে, এই দুটি বিলই সংবিধান সংশোধনের আওতায় পড়ায় সহজে পাশ হওয়ার সম্ভাবনা খুবই কম। বিরোধী শিবিরও এই দুই প্রস্তাবের বিরুদ্ধে তীব্র অবস্থান নিতে পারে। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, সরকার এই অধিবেশনকে (Parliament winter session) ব্যবহার করতে পারে বিলগুলি নিয়ে প্রাথমিক মতামত ও জনমত গঠনের জন্য, যাতে ভবিষ্যতে নির্বাচনের আগে বিষয়টি রাজনৈতিকভাবে কাজে লাগানো যায়।

অন্যদিকে, বিরোধীরা এই শীতকালীন অধিবেশনকে (Parliament winter session) সরকার-বিরোধী আক্রমণের প্ল্যাটফর্মে পরিণত করার প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের SIR ইস্যু, ভোটচুরি বিতর্ক, রাশিয়ার তেল কেনা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য, এবং রাজ্যে রাজ্যে দলিত নির্যাতনের ঘটনা — এই সমস্ত বিষয়েই সরকারকে সংসদে কঠিন প্রশ্নের মুখে ফেলতে চায় বিরোধী দলগুলি।

When will the Parliament winter session start?

আরও পড়ুন:একসঙ্গে ২৩,১৪৫ প্রাথমিক শিক্ষক বদলি, বড় পদক্ষেপ রাজ্যের

গত কয়েকটি অধিবেশনের (Parliament winter session) মতো এবারও সংসদের কার্যক্রম নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। কারণ, শাসক-বিরোধী ঐক্যমতের অভাবেই অতীতে বহু অধিবেশন ব্যাহত হয়েছে, ফলে সংসদীয় কাজের ক্ষেত্রে যথেষ্ট সময় নষ্ট হয়েছে। সরকারি পক্ষ দাবি করছে, এবার সময় সীমিত হলেও গুরুত্বপূর্ণ আইনগুলি নিয়ে ফলপ্রসূ আলোচনা হবে। তবে বিরোধীরা মনে করছে, সীমিত সময়ের মধ্যে এতগুলো গুরুত্বপূর্ণ বিল নিয়ে গঠনমূলক আলোচনা সম্ভব নয়।

সব মিলিয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই সংসদ ভবনে উত্তপ্ত পরিবেশের ইঙ্গিত মিলছে। একদিকে সরকারের আইন প্রণয়নের উদ্যোগ, অন্যদিকে বিরোধীদের আক্রমণাত্মক অবস্থান— দুইয়ের সংঘাতেই শীতকালীন অধিবেশন (Parliament winter session) যে রাজনৈতিক অগ্নিপরীক্ষায় পরিণত হতে চলেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।