পার্থ বালু মানিক জীবনকৃষ্ণদের বিশ্বকাপের টিকিট কোথায় যাচ্ছে? কী হচ্ছে সেসব? শুনলে অবাক হবেন

বাংলা হান্ট ডেস্কঃ চলছে হাইভোল্টেজ বিশ্বকাপ। আজ সেমি ফাইনালে ভারত বনাম নিউজিল্যান্ড। এদিকে সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচ হতে চলেছে কলকাতার ইডেনে ( Eden Garden’s)। ভারত-দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচের পর এবার এই ম্যাচের টিকিট ক্রিকেট অ্য়াসোসিয়েশন অফ বেঙ্গল (CAB) মারফত বিধানভার স্পিকারের কাছে পাঠানো হচ্ছে।

এর আগে ইডেন্স গার্ডেন্সে ভারতীয় টিমের ম্যাচ দেখার জন্য বিধায়কদের টিকিট (World Cup Tickets) দিতে সিএবি-র কাছে চিঠি লিখেছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভার ২৯৩ জন বিধায়ককের সকলের জন্য অন্তত একটি করে টিকিট হোক। এমনটাই দাবি করেছিলেন স্পিকার। সেই মত স্পিকারের হাতে তুলেও দেওয়া হয়েছিল ‘গরম-গরম’ টিকিট।

কলকাতায় হতে চলা দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়ার আগামী সেমির টিকিটও এসেছে বিধানসভায়। প্রত্যেক বিধায়কের জন্য বরাদ্দ একটি। তবে এখানেও তো আরেক সমস্যা। বর্তমানে দুর্নীতির দায়ে গারদবন্দি তৃণমূলের চার বিধায়ক (4 TMC MLA’s)। প্রেসিডেন্সি জেলের পয়লা বাইশ সেল ওয়ার্ডেই রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সদ্য যোগদান করেছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক।

আরও পড়ুন: ভাইফোঁটায় তোলপাড়! তুমুল বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৫ জেলায়, জারি কমলা সতর্কতা

ওদিকে রয়েছেন জোড়াফুলেরই আরও দুই বিধায়ক। একজন মানিক ভট্টাচার্য, আরেকজন জীবনকৃষ্ণ সাহা। এরা তো সকলেই জেলে, তাহলে এদের জন্য আসা ম্যাচের টিকিট গুলো যাচ্ছে কোথায়? কি হচ্ছে সেই সব টিকিটের ভবিষ্যৎ? এই নিয়ে নানা জল্পনা বেশ কিছুদিন ধরে ঘুরপাক খাচ্ছে।

world cup modi stadium

বিধানসভার সচিবালয় সূত্রে খবর, কোনও ম্যাচ শুরু হওয়ার এক-দেড় ঘণ্টা আগে পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে। সেই সময় পর্যন্তও কেউ সেই টিকিট সংগ্রহ করতে না এলে অগত্যা যিনি টিকিট পেতে আগ্রহ দেখাচ্ছেন (কোনও বিধায়ক কিংবা বিধানসভার কোনও কর্মী অথবা বিধানসভা পরিচালনার সঙ্গে যুক্ত কোনও সদস্যও হতে পারেন) তাকেই সেই টিকিট দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে টিকিট নষ্টও হচ্ছে না। পাশাপাশি অন্য যিনি সেই টিকিট পাচ্ছেন, তার মুখে হাসি ফুটছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর