বাংলাহান্ট ডেস্ক : সংবাদ শিরোনামে এখন শুধু একটাই নাম, দেবলীনা নন্দী (Debolinaa Nandy)। ফেসবুক লাইভে দাম্পত্য অশান্তির অভিযোগ এনে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ। দেবলীনার দিদি ফেসবুক লাইভে দাবি করেন, ৭৮ টি ঘুমের ওষুধ খেয়েছিলেন তাঁর বোন! এমতাবস্থায় প্রশ্ন উঠে যাচ্ছে, কীভাবে এতগুলি ঘুমের ওষুধ এল দেবলীনার হাতে? তবে কি আমজনতার চোখের আড়ালে চলছে ওষুধের কালোবাজারি?
ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা দেবলীনার (Debolinaa Nandy)
রবিবার রাতে ফেসবুক লাইভে এসে কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনে নানান সমস্যার কথা জানান তিনি। ঠারেঠোরে স্বামী প্রবাহ এবং শ্বশুরবাড়ির পরিবারের দিকেই আঙুল তুলেছিলেন তিনি। ওই লাইভের পরেই খবর ছড়ায়, আত্মহত্যার চেষ্টা করেছেন দেবলীনা। তাঁর অসুস্থ লাগতে শুরু করলে দ্রুত হাসপাতালে নিয়ে যান তাঁর দেহরক্ষীরা। চিকিৎসকরা তাঁর স্টমাক ওয়াশ করেন। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ বলে জানান বন্ধু সায়ক চক্রবর্তী। তাঁর লাইভে কথাও বলতে দেখা যায় দেবলীনাকে।

৭৮ টি ঘুমের ওষুধ খাওয়ার দাবি: এদিকে ওই ঘটনার পরেই দেবলীনার ফেসবুক পেজ থেকে লাইভে আসেন তাঁর দিদি। সেখানেই তিনি দাবি করেন, ৭৮ টি ঘুমের ওষুধ খেয়েছিলেন গায়িকা। তাঁর দিদিকে বলতে শোনা যায়, ‘একজন মানুষের অভিনয় করার হলে ৪-৫ টা ট্যাবলেট খায়। আমার বোন ৭৮ টা ট্যাবলেট খেয়েছ’। তিনি আরও বলেন, তাঁর কাছে প্রমাণ হিসেবে প্রেসক্রিপশনও রয়েছে, যা দেবলীনার লাস্ট নার্সিং হোম থেকে দেওয়া হয়েছে।
আরও পড়ুন : উল্টে যাবে সব হিসেব! অষ্টম পে কমিশনে সরকারি কর্মচারীরাদের DA ও ফিডমেন্ট ফ্যাক্টর নিয়ে বড় আপডেট
কোথা থেকে এল এত ওষুধ: এখানেই একটি বড় এবং গুরুতর প্রশ্ন উঠে আসছে? সাধারণ মানুষ যেখানে প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ কিনতে পারে না, প্রেসক্রিপশন থাকলেও সাধারণত এত বেশি মাত্রায় ঘুমের ওষুধ পাওয়া যায় না। সেখানে দেবলীনার (Debolinaa Nandy) কাছে কীভাবে এতগুলি ওষুধ এল? তবে কি তলে তলে চলছে ওষুধের কালোবাজারি?
আরও পড়ুন : এক কলেই হবে মুশকিল আসান, যাত্রীদের সুবিধার্থে নয়া অ্যাপ আনল রেল
প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ বিক্রি করা যে বেআইনি সে কথা কারোরই অজানা নয়। সেখানে এত বেশি মাত্রায় ঘুমের ওষুধ দেবলীনা পেলেন কীভাবে? গায়িকার ফেসবুক পেজের ভিডিওর কমেন্ট বক্সেও অনেকে প্রশ্ন তুলেছেন, ঠিক কীভাবে এতগুলি ঘুমের ওষুধ একসঙ্গে জোগাড় করলেন দেবলীনা? এই প্রশ্নের সঙ্গে সঙ্গেই উঁকি দিচ্ছে ওষুধের কালোবাজারির সম্ভাবনা। তবে কি সরকারের অজান্তেই রমরমিয়ে চলছে এমন গুরুত্বপূর্ণ ওষুধের কালোবাজারি? নেটিজেনদের একাংশ এও প্রশ্ন তুলছেন, এমন একজন নামী ব্যক্তিত্ব যেখানে ৭৮ টি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করার দাবি করছেন, অন্য কেউ তাঁর পথ অনুসরণ করবে না তো? মার্কেটে ঠিক কীভাবে চলছে ওষুধের ব্যবসা, বিশেষ করে কীভাবে বিক্রি হচ্ছে ঘুমের ওষুধ, তা নিয়ে এবার সরকারের নজরদারির দাবিও তুলেছেন অনেকে।












