অরিজিৎকে হারিয়ে তিনিই হয়েছিলেন বিজয়ী, আজ নিজেই কোথায় হারিয়ে গেলেন কাজী তৌকির?

বাংলাহান্ট ডেস্ক: টেলিভিশনে রিয়েলিটি শোয়ের (Really Show) কোনো কমতি নেই। নাচ, গান থেকে শুরু করে সমস্ত ধরণের প্রতিভা প্রকাশের মঞ্চ তৈরি হয়ে রয়েছে। এইসব শো থেকে খ্যাতি পাওয়া প্রতিযোগীরা কেউ কেউ বাস্তবিকই পায়ের তলার জমি শক্ত করতে পেরেছেন, আবার অনেকে হারিয়ে গিয়েছেন ইঁদুর দৌড়ের মাঝে। এমনি একজন হারিয়ে যাওয়া প্রতিভার নাম কাজী তৌকির (Qazi Touqeer)।

হ্যাঁ, ঠিকই ধরেছেন। জনপ্রিয় গানের রিয়েলিটি শো ‘ফেম গুরুকুল’এ বিজয়ী হয়েছিলেন তিনি। তাঁর সঙ্গে যুগ্ম ভাবে প্রথম স্থান দখল করেছিলেন রূপরেখা বন্দ্যোপাধ্যায়। ওই শো আরো একটি কারণে জনপ্রিয়। সকলেই জানেন, এই ফেম গুরুকুলেরই অন্যতম প্রতিযোগী ছিলেন অরিজিৎ সিং। কিন্তু বিচারকদের বিচারে প্রতিযোগিতার মাঝপথেই তিনি বাদ হয়ে যান।

news 3381 e1657277399316 (3)

বাস্তব জীবনে অবশ্য তিনিই ‘বাজিগর’ হয়েছেন। অরিজিতের নাম আজ বিশ্বখ্যাত। কিন্তু বিজয়ী কাজী তৌকির কোথায়? ২০০৫ সালে ফেম গুরুকুল জেতার পর কয়েকটি গান বেরিয়েছিল তাঁর। কিন্তু একটাও দাগ কাটতে পারেনি শ্রোতাদের মনে। তার দশ বছর পর ২০১৫ সালে হঠাৎ করেই ‘ফ্যান্টম’ ছবির জনপ্রিয় ‘আফগান জলেবি’ গানে দেখা যায় কাজী তৌকিরকে। ওই গানে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে।

তারপরেও তাঁর আর কোনো গান মুক্তি পাওয়ার কথা শোনা যায়নি। এখন কী করছেন তৌকির? বছর কয়েক আগে এক সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছিলেন, একটি গুরুত্বপূর্ণ প্রোজেক্টে কাজ করছেন তিনি। কিন্তু সেটা কী প্রোজেক্ট তা খোলসা করেননি কাজী। গানের পাশাপাশি অভিনয় জগতেও এসেছিলেন তিনি। কিন্তু তাতেও লাভের মুখ দেখেননি তৌকির।

qazi touqeer

তিনি জানিয়েছিলেন, একমাত্র অরিজিতের সঙ্গেই তাঁর যোগাযোগ রয়েছে। তাঁর গান তিনি শোনেন এবং গর্ব বোধ করেন যে অরিজিতের মতো একজন মানুষ তাঁর বন্ধু। তবে তৌকির এও বলেছিলেন, ফেম গুরুকুলে থাকার সময় থেকেই অরিজিতের স্বপ্ন ছিল একজন প্লেব্যাক সিঙ্গার হওয়ার। নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছেন তিনি। কিন্তু তৌকিরের কথায়, তিনি শোতে গিয়েছিলেন শিখতে, পারফর্ম করতে। কাজ নেওয়ার ব্যাপারেও নাকি তিনি খুব খুঁতখুঁতে বলে জানিয়েছিলেন কাজী তৌকির।


Niranjana Nag

সম্পর্কিত খবর