আপনার বাড়ির আশেপাশে কোথায় মিলবে বুস্টার ডোজ? জানুন বিস্তারিত…

বাংলাহান্ট ডেস্ক : ফের একবার করোনার আক্রমণে বিধ্বস্ত গোটা পৃথিবী। করোনার জন্য নতুন করে পরিস্থিতি খারাপ হচ্ছে চিন, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া ও জাপানে। এই সব দেশে হু-হু করে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মান্ডব্য করোনা নিয়ে ইতিমধ্যেই বৈঠক করেছেন। যদিও এখনও পর্যন্ত আরোপ করা হয়নি কড়া বিধি-নিষেধ। কিন্তু কেন্দ্রীয় সরকার দেশবাসীকে নতুন করে সতর্ক করেছে। বিশেষ করে তাদের যারা এখনও বুস্টার-ডোজ নেননি। কিন্তু কিভাবে নেবেন এই বুস্টার ডোজ?

এখনও পর্যন্ত ভারতে দাপট দেখায়নি করোনা অতিমারি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা ১২০০ এর কাছাকাছি ঘোরাফেরা করছে। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, গতি আনার নির্দেশ দেওয়া হয়েছে আক্রান্তদের নমুনার জিনোম সিকয়েন্সিং প্রক্রিয়ায়। নীতি আয়োগের ভিকে পল বুধবার জানিয়েছেন, বুস্টার ডোজ নিয়েছেন ভারতের মোট জনসংখ্যার মাত্র ২৭ থেকে ২৮ শতাংশ মানুষ। কিন্তু প্রত্যেকের এই ডোজ নেওয়া উচিত। করোনার সতর্কতামূলক তৃতীয় টিকা নিয়েছেন হাফের হাফ শতাংশ মানুষ। কিন্তু আমরা প্রত্যেককে আবেদন করছি যাতে তারা কোভিডের বুস্টার ডোজ নেন। সেই সঙ্গে বলা হয়েছে যাদের কোমর্বিডিটি রয়েছে তারা যেন বেশি বাড়ি থেকে না বের হন। একই সাথে পরামর্শ দেওয়া হয়েছে মাস্ক পড়ার।

কিন্তু কিভাবে জানবেন আপনার এলাকায় কোথায় করোনার বুস্টার ডোজ দেওয়া হচ্ছে? আপনার এলাকায় কোথায় তৃতীয় টিকা দেওয়া হচ্ছে সেই বিষয়টি জেনে নিন এইভাবে –

প্রথমে আপনাকে যেতে হবে কো উইন (co win) পোর্টালে। সেখানে দেখতে পাবেন ‘সার্চ ইওর নিয়ারেস্ট ভ্যাকসিনেশন সেন্টারের’ একটি অপশন আছে। এই জায়গায় আপনার জেলার নাম অথবা পিন কোড দিয়ে সার্চ করতে হবে। যথাযথ ভাবে এই জায়গাটি পূরণ করলে সাথে সাথে আপনার স্থানীয় ভ্যাকসিনেশন সেন্টারের ঠিকানা পেয়ে যাবেন।Mass vaccination of corona vaccine will be given soon in india

এছাড়াও, অন্য একটি উপায় আপনি আপনার স্থানীয় টিকা সেন্টার সম্পর্কে জানতে পারেন। কো উইন পোর্টালে লগ ইন অপশনে আপনার মোবাইল নম্বর ও ওটিপি দিয়ে লগইন করুন। এরপর আপনার কাছে অপশন চলে আসবে যে আপনি সরকারি জায়গা থেকে টিকা নিতে চান নাকি বেসরকারি। সেইমত ‘সিডিউল অ্যাপয়েন্টমেন্ট’ অপশন এ ক্লিক করলে আপনি আপনার তৃতীয় টিকার জন্য নাম নথিভুক্ত করতে পারবেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর