এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-পাক! কখন শুরু হবে ম্যাচ? কোথায় দেখা যাবে লাইভ স্ট্রিমিং?

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: এশিয়া কাপ ২০২৫-এর ফাইনালের (Asia Cup Final) জন্য ইতিমধ্যেই কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এশিয়া কাপের হাইভোল্টেজ ফাইনালে মুখোমুখি হবে টিম ইন্ডিয়া এবং পাকিস্তান। এটি এমন একটি ম্যাচ যার জন্য কেবল এশিয়ার ক্রিকেট অনুরাগীরাই নয়, বরং সারা বিশ্বের ক্রিকেট ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। উভয় দলেরই লক্ষ্য হল এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া। তবে, টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছে। একটিও ম্যাচ না হেরে অপ্রতিরোধ্য থেকে ফাইনালে (Asia Cup 2025) পৌঁছেছে সূর্য বাহিনী।

এশিয়া কাপের ফাইনাল (Asia Cup 2025) উপস্থিত:

এদিকে, পাকিস্তান দু’টি ম্যাচে ভারতের কাছে পরাজিত হলেও ফাইনালে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে, ফাইনাল ম্যাচটি যে অত্যন্ত রোমাঞ্চকর হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। জানিয়ে রাখি যে, এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে। এমতাবস্থায়, চলুন জেনে নেওয়া যাক এই ম্যাচটি কখন শুরু হবে এবং টিভি ও মোবাইলে কীভাবে আপনি ম্যাচটি দেখতে পারবেন।

Where to watch live streaming of Asia Cup Final?

ফাইনাল ম্যাচটি কখন এবং কোথায় সম্পন্ন হবে: জানিয়ে রাখি যে, এশিয়া কাপ ২০২৫-এর ফাইনাল (Asia Cup Final) ম্যাচটি আগামী ২৮ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সম্পন্ন হবে। পিনম্যাচটি ভারতীয় সময় রাত ৮ টায় শুরু হবে। টস হবে সন্ধ্যে ৭ টা বেজে ৩০ মিনিটে। উল্লেখ্য যে, চলতি বছর এই টুর্নামেন্টে তৃতীয়বারের মতো ভারত এবং পাকিস্তান একে অপরের মুখোমুখি হবে। আগের ২ টি ম্যাচে ভারতের কাছে পাকিস্তান শোচনীয়ভাবে পরাজিত হয়েছে।

সরাসরি সম্প্রচার এবং লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে: ভারতের ক্রিকেট অনুরাগীরা টিভিতে সোনি স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি ম্যাচটি দেখতে পারবেন। এদিকে, ফাইনাল (Asia Cup Final) ম্যাচটি মোবাইল ফোন এবং ল্যাপটপেও দেখে যাবে। এই মেগা ম্যাচের লাইভ স্ট্রিমিং সোনি লিভ অ্যাপ এবং ওয়েবসাইটে উপলব্ধ হবে।

আরও পড়ুন: চিকিৎসকরা শুরু করেছিলেন পুজো! লন্ডনের দুর্গোৎসবে এবার মহানায়ক উত্তমের প্রতি বিশেষ শ্রদ্ধার্ঘ্য

উভয় দলের স্কোয়াড:
ভারত: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবম দুবে, হার্দিক পাণ্ডিয়া, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), অর্শদীপ সিং এবং হর্ষিত রানা।

আরও পড়ুন: গ্রাহকদের সুবিধার্থে বড় পদক্ষেপ RBI-র! ব্যাঙ্কগুলিকে দেওয়া হল কড়া নির্দেশ

পাকিস্তান: সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহীন শাহ আফ্রিদি এবং সুফিয়ান মকিম।