ঘরের মাঠে একের পর এক সিরিজ জিতে এই মুহূর্তে আত্মবিশ্বাসের তুঙ্গে ভারতীয় ক্রিকেট দল। এই আত্মবিশ্বাস নিয়ে এবার অ্যাওয়ে সিরিজ খেলতে নেমে পরল ভারতীয় দল। একের পর এক সিরিজ ভারতের সামনে। আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল। কয়েকদিন আগে পিছিয়ে পড়েও অজিদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে এই আত্মবিশ্বাসী ভারত। আর এবার ভারতের সামনে চ্যালেঞ্জ উইলিয়ামসন, বোল্টদের সামলানো।
ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করে এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছে ভারতীয় দল। আর এই ফর্ম বজায় রেখেই আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে অকল্যান্ডে পেস সহায়ক পিচে টিটোয়েন্টি সিরিজে নামতে চলেছে ভারতীয় দল। নিউজিল্যান্ডের পেস সহায়ক পিচেও ভালো ফল করার ব্যাপারে আশাবাদী বিরাট ব্রিগেড।
ভারত বনাম নিউজিল্যান্ড এর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ টি কোথায় হবে?
=> আজ ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে হওয়া প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে অকল্যান্ডের ইডেন পার্ক স্টেডিয়ামে।
কখন শুরু হতে চলেছে ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ?
=> ভারতীয় সময় অনুযায়ী দুপুর 12 টা বেজে 20 মিনিট থেকে শুরু হতে চলেছে ভারত বনাম নিউজিল্যান্ডের এই প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি।
কোথায় দেখা যাবে ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি?
=> ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস এবং ডিডি ন্যাশনাল চ্যানেলে।
ভারত বনাম নিউজিল্যান্ডের এই ম্যাচের লাইভ স্ক্রিমিং কোথায় দেখা যাবে?
=> মোবাইলের হটস্টার অ্যাপে দেখা যাবে ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের লাইভ স্ক্রিমিং।