অস্কার জোটেনি তো কী, ফিল্মফেয়ারে বাজিমাত ‘লাপতা লেডিজ’-এর, সেরা অভিনেতা-অভিনেত্রী হলেন কারা?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : টিনসেল টাউনে অ্যাওয়ার্ডের ছড়াছড়ি, নতুন পুরনো বহু পুরস্কারই রয়েছে তালিকায়, যা হাতে তোলার জন্য অপেক্ষা করে থাকেন ইন্ডাস্ট্রির নামীদামী তারকারা। এর মধ্যে অন্যতম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড (Filmfare Award)। প্রতি বছর এই পুরস্কার প্রাপকদের তালিকা প্রকাশের অপেক্ষায় থাকেন অভিনেতা অভিনেত্রী থেকে সিনেপ্রেমীরা।

আয়োজিত হল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড (Filmfare Award)

শনিবার আহমেদাবাদের একে এরিনায় আয়োজন করা হয়েছিল ৭০ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড (Filmfare Award) অনুষ্ঠান। এই সম্মানীয় অনুষ্ঠান উপলক্ষে আহমেদাবাদে ভিড় জমিয়েছিলেন বলিপাড়ার নক্ষত্ররা। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন শাহরুখ খান থেকে করণ জোহর, মণীশ পলরাও। তবে পুরস্কার প্রাপকদের তালিকা দেখাল চমক।

Which celebrities won at filmfare award

বড় জয় লাপতা লেডিজের: এ বছর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে (Filmfare Award) উল্লেখযোগ্য নাম ছিল ‘লাপতা লেডিজ’। জনপ্রিয় ছবিটি আগে ভারতের তরফে অস্কারে পাঠানোর জন্য মনোনীত হয়েছিল। অস্কার না জুটলেও এবার ফিল্মফেয়ারে (Filmfare Award) বড় দাঁও মারল লাপতা লেডিজ। সেরা অভিনেত্রী, সেরা পার্শ্ব অভিনেত্রী থেকে সেরা পরিচালক, সেরা গায়ক সহ মোট ১৩ টি পুরস্কার জিতে নিয়েছে এই ছবি।

আরও পড়ুন : অসুস্থতার জেরে মাঝপথেই বিদায় সিরিয়াল থেকে, কামব্যাক নিয়ে বড় সুখবর দিলেন অভিনেত্রী

কে কোন বিভাগে জিতেছেন: এছাড়াও ‘জিগরা’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন আলিয়া ভাট। যৌথভাবে সেরা অভিনেতা হয়েছেন অভিষেক বচ্চন (আই ওয়ান্ট টু টক) এবং কার্তিক আরিয়ান (চন্দু চ্যাম্পিয়ন)। আর কে কী পেলেন কোন বিভাগে? শ্রীকান্ত ছবির জন্য সেরা অভিনেতা (ক্রিটিকস অ্যাওয়ার্ড) রাজকুমার রাও, লাপতা লেডিজের জন্য সেরা অভিনেত্রী (ক্রিটিকস অ্যাওয়ার্ড) প্রতিভা রান্তা, একই ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতা রবি কিষান, সেরা পার্শ্ব অভিনেত্রী ছায়া কদম, সেরা অভিনেত্রী (ডেবিউ) নীতাংশি গোয়েল, কিল ছবির জন্য সেরা অভিনেতার (ডেবিউ) পুরস্কার (Filmfare Award) পেয়েছেন লক্ষ্য।

আরও পড়ুন : অবশেষে ভোগান্তির অবসান, চালু হচ্ছে কবি সুভাষ মেট্রো স্টেশন, প্রকাশ্যে এল দিনক্ষণ

মাডগাঁও এক্সপ্রেস ছবির জন্য এবং আর্টিকেল ৩৭০ ছবির জন্য সেরা পরিচালকের (ডেবিউ) পুরস্কার পেয়েছেন যথাক্রমে কুণাল খেমু এবং আদিত্য সুহাস জাম্ভলে, লাপতা লেডিজের জন্য সেরা মিউজিক অ্যালবাম রাম সম্পাত, একই ছবির জন্য সেরা গায়ক অরিজিৎ সিং, সেরা পোশাক দর্শন জালান, সেরা পরিচালক কিরণ রাও, সেরা গায়িকার পুরস্কার পেয়েছেন মধুবন্তী বাগচি স্ত্রী ২ ছবির জন্য।